scorecardresearch
 
Advertisement
খেলা

পূজারার স্লো ব্যাটিংই কি ডোবাচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে? উঠছে প্রশ্ন

চেতেশ্বর পূজারা
  • 1/8

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা খুব সহজেই মাথা নত করে নিল। প্রথম ইনিংসে ভারত ২৪৪ রানেই অলআউট হয়ে যায়। আর সেকারণেই অস্ট্রেলিয়া ৯৪ রানের লিড দখল করে নিয়েছে। 

চেতেশ্বর পূজারা
  • 2/8

মেলবোর্ন টেস্টে পরাজয়ের পর সিডনিতে অজ়়ি বোলাররা কার্যত ঘুরে দাঁড়িয়েছে। প্যাট কামিন্স এবং জস হ্যাজ়েলউড দেখিয়ে দিলেন যে তাঁদের পেস এবং বাউন্সের সামনে ভারতীয় ব্যাচসম্যানদের আরও ধরে খেলার দরকার আছে। 

চেতেশ্বর পূজারা
  • 3/8

আজ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অভিজ্ঞতার অভাব দেখতে পাওয়া গেছে। তিনজন ব্যাটসম্যান রান আউট হয়ে অজ়ি ব্রিগেডকে উইকেট উপহার দিয়ে এসেছেন। সিডনির এই ব্যাটিং উইকেটে চেতেশ্বর পূজারার রক্ষণাত্মক ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখি, সিডনিতে চেতেশ্বর পূজারা ১৭৬ বলে ৫০ রান করেছেন। বিপক্ষ দলের উপরে চড়াও হতে গেলে রক্ষণাত্মক ব্যাটিংয়ের বদলে দ্রুত রান তোলার দরকার। কিন্তু, পূজারার সেইদিকে কোনও হুঁশই ছিল না। ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডার এমনিতে খুব একটা খারাপ খেলে না। তবে চলতি সিরিজ়ে তারা একেবারে মুখ থুবড়ে পড়েছে। 

Advertisement
চেতেশ্বর পূজারা
  • 4/8

সিডনিতে পূজারা তাঁর টেস্ট কেরিয়ারের সবথেকে ধীরগতির হাফসেঞ্চুরি পূরণ করেছেন। কিন্তু, তারপরেই তিনি প্যাট কামিন্সের বলে শিকার হন। গত পাঁচটা ইনিংসের মধ্যে চারবারই প্যাট কামিন্সের হাতে আউট হয়েছেন পূজারা। কামিন্সের বলে তিনি মাত্র ১৯ রান করতে পেরেছেন।

চেতেশ্বর পূজারা
  • 5/8

সিডনিতে পূজারা ১৭৪ বলে অর্ধশতরান পূরণ করেন, যা তাঁর কেরিয়ারের সবথেকে শ্লথ ছিল। ইতিপূর্বে তিনি ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে ১৭৩ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন। 

চেতেশ্বর পূজারা
  • 6/8

এই পরিস্থিতিতে দলের তিন নম্বরে পূজারার ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ৩২ বছর বয়সি ভারতের এই ব্যাটসম্যান কতটা খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন, তা এই একটা পরিসংখ্যান দিলেই আপানারা বুঝতে পারবেন। গত ১৭টা ইনিংসে তিনি একটাও শতরান করতে পারেননি। ২০১৮ সালে ভারতীয় ক্রিকেট দল যখন অস্ট্রেলিয়া সফরে এসেছিল, তখন পূজারা শেষ শতরানটা করেছিল। 

চেতেশ্বর পূজারা
  • 7/8

সেইসময় পূজারা সিডনিতে ১৯৩ বল খেলেছিলেন। এই ইনিংসের পর তিনি একটাও শতরান করতে পারেননি। এটা ভারতীয় ক্রিকেট দলের কাছে যথেষ্ট উদ্বেগের কারণ। এবছর অস্ট্রেলিয়া সিরিজ়ের আগে গত ফেব্রুয়ারি মাসে ভারত নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেও দু'ম্যাচের টেস্ট সিরিজ় খেলেছিল। এই সিরিজ়ের চারটে ইনিংসে পূজারা মোট ১০০ রান করেন। আর ভারত ওই টেস্ট সিরিজ়ে ২-০ ব্যবধানে হেরে যায়।

Advertisement
চেতেশ্বর পূজারা
  • 8/8

এখনও পর্যন্ত টেস্ট কেরিয়ারে চেতেশ্বর পূজারা ১৮টি শতরান এবং ২৬টি অর্ধশতরান করেছেন। ৭৯টি টেস্ট ম্যাচে তিনি ৪৭.০৬ গড়ে ৫,৯০৩ রান করেছেন। এরমধ্যে তাঁর সর্বোচ্চ স্কোর হল ২০৬। টেস্ট কেরিয়ারে তিনটে ডাবল সেঞ্চুরি করেছেন পূজারা।

Advertisement