ভারতীয় দল বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অনেক আশা জাগিয়েও শেষ পর্যন্ত কাপ জিততে পারেনি। অস্ট্রেলিয়ার সঙ্গে মেগা ফাইনালে গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে।
গোটা ভারতীয় দলের সঙ্গে দেশের সমস্ত ক্রিকেটপ্রেমীরা শোকে মুহ্যমান। মাঠে বুমরা-সিরাজ কেএল রাহুলদের কাঁদতে দেখা গিয়েছে। বিরাট-রোহিতদের হাঁটাচলায় ছিল না সেই দীপ্ত পদক্ষেপ, যা আমরা আগাগোড়া দেখে এসেছি।
গোটা ভারতীয় দল প্রাইজ ডিস্ট্রিবিউশন শেষে তখন ড্রেসিংরুম ফিরে এসেছেন। এমন সময় তাঁদের সঙ্গে যা ঘটল, তাঁরা কোনদিনও ভুলবেন না। তাঁদের পাশে দাঁড়াতে ড্রেসিংরুমে তখন প্রবেশ করছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা দেখে শোক ভুলেছেন খেলোয়াড়রা।
দু'জনে ভারতীয় দলকে পরাজয় নয়, বরং আগাগোড়া দুর্দান্ত ক্রিকেট উপহার দেওয়ার জন্য এবং লড়াই করার জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি আগামী সাফল্যের জন্য শুভকামনা জানিয়ে এসেছেন।
প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ড্রেসিংরুমে পেয়ে ভারতীয় দল শোকের মধ্যেও অনেকটাই মোটিভেটেড হয়েছেন বলে জানা গিয়েছে। বাড়ির অভিভাবকের মতো কখনও বিরাট কোহলিকে টেনে নিয়েছেন কাছে, কখনও রোহিত-বিরাটের হাত ধরে তাদের সান্ত্বনা দিয়েছেন। আবার কোচ রাহুল দ্রাবিড়ের কাঁধে হাত রেখে দিয়েছেন সান্ত্বনা।