সংযুক্ত আরব আমিরশাহিতে ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। তবে সবার চোখ ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচের দিকে।
২৮ আগস্ট, দুই দল ফের মুখোমুখি হবে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার দুই দল একে অপরের মুখোমুখি হবে।
ভারত-পাকিস্তানের দল যখনই মাঠে নামে, তখন শুধু ব্যাটে-বলে নয়, মুখেও যুদ্ধ দেখা যায়। গৌতম গম্ভীর-কামরান আকমল, শোয়েব আখতার-হরভজন সিং, ভেঙ্কটেশ-আমির সহ এমন অনেক লড়াই রয়েছে যা ক্রিকেট ভক্তরা সবসময় মনে রাখে।
প্রাক্তন টিম ইন্ডিয়ার ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে সম্পর্কিত একটি গল্প বলেছেন। পাশাপাশি ব্যাখ্যা করেছেন, কেন দুই দলের মধ্যে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। বীরেন্দ্র শেহবাগ বলেন, 'ভারত-পাকিস্তানের ম্যাচ দেখা অনেক মজাদার। সকলেই এই ম্যাচগুলো দেখার জন্য অপেক্ষা করে।'
বীরেন্দ্র শেহবাগ বলেন, 'ক্রিকেটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার লড়াই যেমন হয়, ভারত-পাকিস্তানের লড়াইও তেমনই। এর মধ্যে স্লেজিং আছে, গালাগালিও আছে যা আমরা টিভিতে বলতে পারি না।'
মুলতানের সুলতান বীরেন্দ্র শেহবাগ আবারও পাকিস্তান সফরের কাহিনী বর্ণনা করেছেন এবং বলেন, 'আমি যখন ৩০০ রান করি, তখন শোয়েব আখতার আমায় বাউন্সার দিয়ে এগিয়ে এসে কথা বলে। আমাকে হুক দেখিয়ে শট মারতে বলে। তখন আমি উত্তর দিয়েছিলাম, যে সচিন নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে আছে, তাকে বাউন্সার দাও।'
বীরেন্দ্র শেহবাগ বলেন, 'সচিন স্ট্রাইকে আসার পর শোয়েব আখতার তাকে বাউন্সারে বল করে, তখন সচিন একটি ছক্কা মারে।' তখন তিনি শোয়েব আখতারকে বলেন, 'বাবা, বাবাই হয় এবং ছেলে ও ছেলেই হয়, তাই ছেলেকে সব সময় সতর্ক থাকতে হয়।'