scorecardresearch
 
Advertisement
খেলা

আফ্রিদিকে তেড়ে গিয়েছিলেন গম্ভীর! অতীতে ভারত-পাক ম্যাচের ৬টি রক্ত গরম করা মুহূর্ত

1
  • 1/10

ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচকে এখনও অনেকে ক্রিকেট যুদ্ধের জনক বলে মনে করা হয়। ব্যাট এবং বল ছাড়াও গরম-গরম এই লড়াই, বছরের পর বছর ধরে আমরা মাঠে উত্তেজনায় দেখছি কারণ উভয় দলের খেলোয়াড়রা প্রায় আক্ষরিক অর্থেই কেউ কাউকে জায়গা ছাড়তে নারাজ, যা আম্পায়ার এবং অন্যান্য খেলোয়াড়দের হস্তক্ষেপ করতে বাধ্য করেই থাকে এবং মাঝে মাঝে খেলোয়াড়দের হাতাহাতিতেও জড়াতে দেখা গিয়েছে।

2
  • 2/10

রবিবার ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহীতে, চিরপ্রতিদ্বন্দ্বীদের মধ্যে ফের লড়াই টি২০ বিশ্বকাপে তার সর্বশেষ অধ্যায়টি শেষবারের মতো ২০১৯ সালে বিশ্বকাপে ঘটেছিল, যেখানেও পাকিস্তানকে ভারত হারিয়ে দিয়েছিল।

3
  • 3/10

সেই ম্যাচ এখনও ভারতীয়দের মনে তাজা হয়ে থাকবে এবং টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে তাদের মুখোমুখি হওয়ার আগে তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে শক্তভাবে ফিরে আসতে চাইবে। সেই জায়গা থেকে, এমন এমন ঘটনা ভারত বনাম পাক ম্যাচে ঘটেছে তা একটি উত্তেজনার সৃষ্টি করেছে বহুবার।

Advertisement
4
  • 4/10

ভারত পাকিস্তানের লড়াইয়ে বিশ্বকাপ ও টি২০ বিশ্বকাপে পরিসংখ্যান দেখতে গেলে অনেকটাই এগিয়ে ভারতীয় দল। একই সঙ্গে টি২০ বিশ্বকাপেও এবার ফেভারিট বিরাট কোহলিরাই। ফলে কিছুটা চাপে থাকতে শুরু করেছে পাক দল।

5
  • 5/10

পাকিস্তানের ভারত সফর, ২০১২ সালে এই সিরিজে জয় পেয়েছিল ভারতীয় দল। তবে অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে বেশ কঠিন লড়াই হয়েছিল এই ম্যাচে। তখন সিরিজ খেলে এই সিরিজে জয় পেয়েছিল। তবে তৈরি হয়েছিল উত্তপ্ত পরিবেশ।

6
  • 6/10

২০১০ এশিয়া কাপ: হরভজন সিং বনাম শোয়েব আখতার
হরভজন সিং ও শোয়েব আখতারের লড়াইটা অনেক পুরানো। আর এশিয়া কাপের ম্যাচে ২০১০ সালে এমন এক পরিবেশের সৃষ্টি হয়েছিল। আর সেখানে ভারত-পাক যুদ্ধের একটি অন্যতম অধ্যায় দেখা গিয়েছিল।

7
  • 7/10

২০১০ এশিয়া কাপ: গৌতম গম্ভীর বনাম কামরান আকমল
গৌতম গম্ভীর সব সময়ই ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে বেশ উত্তেজনায় থাকেন। তাঁকে মাথা গরম করে প্রতিপক্ষের ওপর চরাও হতে বেশ কিছুবার দেখা গিয়েছে। আর আকমলের সঙ্গে তেমনই এক প্রতিদ্বন্দ্বীতায় জড়িয়েছিল গম্ভীর।

Advertisement
8
  • 8/10

পাকিস্তানের ভারত সফর, ২০০৭ গৌতম গম্ভীর বনাম শহীদ আফ্রিদি
আফ্রিদির সঙ্গে গম্ভীরের ঝামেলা বেশ ভাইরাল হয়েছিল নেটদুনিয়া সহ বিভিন্ন সংবাদমাধ্যমে। কারণ মাঠের মাঝে ভাল ব্যাটিং করার পাশাপাশি প্রতিপক্ষকে বেশ মেজাজেই জবাব দিয়েছিলেন গম্ভীর।

9
  • 9/10

১৯৯৬ বিশ্বকাপ: আমির সোহেল বনাম ভেঙ্কটেশ প্রসাদ
ভারত বনাম পাকিস্তান ম্যাচে আমির সোহেলের সঙ্গে অশান্তিতে জড়িয়েছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। এই হাই ভোল্টেজ ম্যাচে বেশ তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছিল।

10
  • 10/10

১৯৯২ বিশ্বকাপ: কিরণ মোরে বনাম জাভেদ মিয়াঁদাদ
ভারত পাক ম্যাচ মানেই একটি উত্তপ্ত পরিবেশ। উভয় দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে বেশ কিছুবার তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। আর সেই মতো জাভেদ মিয়াঁদাদ ও কিরণ মোরের ঝামেলাও অন্যতম।

Advertisement