আমদাবাদে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ সব অর্থেই ঐতিহাসিক। দল হিসেবে ভারতের ১০০০তম ম্যাচ ছিল এটি। আর এ ম্যাচেই একের পর এক রেকর্ড গড়েছেন ভারতীয়রা।
অফ ফর্ম চলছে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। প্রথম ম্যাচে ৮ রানে আউট হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও একটি রেকর্ড তাঁর ঝুলিতে। দেশের মাঠে ৫০০০ হাজার রান অতিক্রম করেছেন কোহলি। সচিনের পর তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়েছেন।
একদিনের ক্রিকেটে সদ্য কামব্যাক করেছেন যুজবেন্দ্র চহল। ৪ উইকেট তুলে নিয়েছেন। সেই সঙ্গে একদিনের কেরিয়ারে চহল ১০০-র বেশি উইকেটের মালিক হলেন। মাত্র ৬০ ইনিংসে এই রেকর্ড গড়েছেন।
ওয়েস্ট ইন্জিজের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ওয়ান ডে রানের মালিক হলেন রোহিত শর্মা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রোহিতের সংগ্রহ ১৫৮৩ রান। ১৫৭৩ রান করেছেন সচিন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অর্ধ শতরানেও সচিনকে ছাপিয়ে গিয়েছেন রোহিত। তাঁর ঝুলিতে ১২টি হাফ সেঞ্চুরি। ১১ অর্ধ শতরান করেছেন সচিন।
১০০০তম একদিনের ম্যাচ খেলেছে ভারত। বিশ্বের প্রথম দল হিসেবে নজির গড়েছে টিম ইন্ডিয়া। এর পর রয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক জয় রয়েছে অস্ট্রেলিয়ার। দ্বিতীয়স্থানে ভারত।
টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। যুজবেন্দ্র-ওয়াশিংটনের ঘূর্ণিতে ১৭৬ রানে গুটিয়ে যায় পোলার্ডের দল। ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ওই রান তুলে নেয় টিম ইন্ডিয়া।