প্রাক্তন স্ত্রী-র বিরুদ্ধে সম্মানহানীর অভিযোগ করে আদালতের দারস্থ হয়েছেন ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের (Ayesha Mukherjee) বিরুদ্ধে দিল্লির আদালতে অভিযোগ জানিয়েছেন ধাওয়ান। তবে শুধু ধাওয়ান নন, স্ত্রী-দের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন আরও অনেক ভারতীয় ক্রিকেট তারকা।
কখনও কখনও সেই ঝামেলা আদালত অবধিও গড়িয়েছে। ক্রিকেটারদের বিবাহ বিচ্ছেদ একেবারেই নতুন ঘটনা নয়। এই তালিকায় রয়েছেন দীনেশ কার্তিকও (Dinesh Karthik)। দীনেশ কার্তিকের প্রথম স্ত্রী নিকিতা ভাঞ্জারার (Nikita Vanjara) সঙ্গে কার্তিকের সতীর্থ মুরলী বিজয়ের (Murali Vijay) সম্পর্ক ছিল।
পরে নিকিতা, মুরলী বিজয়কে বিয়ে করেছিলেন। এর কিছুদিন পরে, দীনেশ কার্তিক ২০১৫ সালে স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকালকে (Dipika Pallikal) বিয়ে করেন। নিকিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একেবারে ভেঙে পড়েছিলেন ভারতের উইকেটকিপার ব্যাটার।
দীপিকা তাঁর জীবনে আসার পর নিজেকে কিছুটা সামলে নেন কার্তিক। বলা ভাল, পালিক্কলের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরে দারুণ কিছু ইনিংস খেলেন ভারতের এই উইকেট কিপার ব্যাটার।
একই ঘটনা ঘটছে প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি (Vinod Kambli) সঙ্গেও। কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে স্ত্রীর দিকে ফ্রাইং প্যান ছুড়ে মারার অভিযোগ সামনে এসেছে। পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট (Andrea Hewitt)।
আন্দ্রেয়ার অভিযোগ, চোট পেয়েছেন তিনি। বান্দ্রার বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী। চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়।
মহম্মদ শামিও (Mohammed Shami) তাঁর স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। ২০১৮ সালে বিভিন্ন অভিযোগ সামনে আনেন শামির স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। এখনও সেই বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। একাধিক নারীর সঙ্গে সম্পর্ক, এমনকি স্পট ফিক্সিং-এর অভিযোগও করেছিলেন হাসিন।