বুধবার রাতেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলো ভারতীয় দল। ভারতীয় মহিলা ও পুরুষ দুই দলই ইংল্যান্ডে উদ্দেশ্যে রওনা দিয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবারই তাঁরা পৌঁছে গিয়েছেন ইংল্যান্ডের মাটিতে। ইংল্যান্ডের মাটি স্পর্শ করতেই অনেক ক্রিকেটারই ছবি পোস্ট করলেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়।
ছবি পোস্ট করেছেন ভারতীয় দলের লোকেশ রাহুল থেকে শুরু করে ভারতীয় মহিলা ক্রিকেটাররা। এই সফর কোভিড মহামারির মধ্যে অন্যতম ঐতিহাসিক সফর হতে চলেছে। যেখানে দুই উভয় দলই ইংল্যান্ডের মাটিতে খেলতে উড়ে গিয়েছে।
১৪ দিনেরম মতো কোয়ারান্টাইন ও ১০দিনের হার্ড কোয়রান্টাইনের পর ইংল্যান্ডে উড়ে গিয়েছে ভারতীয় মহিলা ও পুরুষ দল। বিসিসিআই চাটার্ট ফ্লাইটের ব্যবস্থা করেছিল ভারতীয় ক্রিকেটারদের জন্য।
বুধবার মাঝ রাতেই ফ্লাইটে ওঠে ভারতীয় দলের সদস্যরা। ভারতীয় সময়ে সকাল বেলাই ইংল্যান্ডের মাটিতে পৌঁছে যান বিরাট কোহলি-রোহিত শর্মা, হরমনপ্রীত কৌর-ঝুলন গোস্বামীরা।
Touchdown pic.twitter.com/3GGt0yoIiJ
— K L Rahul (@klrahul11) June 3, 2021
ভারতীয় পুরুষ দলের জন্য এই সফর হতে চলেছে দীর্ঘ ৪ মাসের। এখন বেশ কিছু মাস ক্রিকেটারদের কোয়ারান্টাইনেই কাটাতে হবে। ফলে এই সফরে সপরিবারেই ইংল্যান্ড গিয়েছেন ক্রিকেটাররা। স্ত্রীদের ও বাচ্চাদের নিয়েই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাহানে-রোহিতরা।
১৬ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে সফর শুরু করবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। প্রথমে এক ম্যাচের টেস্ট। তারপর তিন ম্যাচের ওয়ান ডে ও তিন ম্যাচে টি২০ সিরিজ খেলবেন মিতালি রাজ-হরমনপ্রীত কৌররা।
👀 Look who’s arrived in England! 💥#TeamIndia - Where you go, we go #WinLoseOrDraw
— The Bharat Army (@thebharatarmy) June 3, 2021
🚌 Next stop: Southampton!#BharatArmy #BATV #IndianCricket #WTCFinal #WTC #INDvNZ #ENGvIND #COTI 🇮🇳 pic.twitter.com/Q4ZRamFroA
ভারতীয় ক্রিকেট দল শুধু টেস্ট ক্রিকেট খেলবে ইংল্যান্ডের মাটিতে। প্রথমে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। তারপর ৫ ম্যাচের সিরিজ খেলবে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে।
১৮ জুন থেকে সফর শুরু হবে ভারতীয় দলের। বিরাট কোহলির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার পর এক মাসের বিরতি পাবেন। তারপরই শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ।
এই মাঠের বাইরে লাগোয়া এক হোটেলে কোয়ারান্টাইনে থাকছেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন ভারতীয় দলের এক মহিলা ক্রিকেটার। এখন ইংল্যান্ডের মাটিতে মোট ৩ দিনের আইসোলেশনে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের। তারপর কোভিড পরীক্ষা দিয়ে পাশ করে ধীরে-ধীরে নিজেদের প্রস্তুতিতে নামবেন ভারতীয় দলের মহিলা ও পুরুষ সদস্যেরা।