ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি করতে শুরু করে দিয়েছে ইংল্যান্ডে। ভারতীয় পুরুষ দল এই মুহূর্তে ইংল্যান্ডের সাউদাম্পটনে খেলছেন প্র্যাকটিস ম্যাচ। চারদিনের প্র্যাকটিস ম্যাচ খেলছে ভারত। অন্যদিকে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলও।
মহিলা ক্রিকেট দলের সদস্যরা নিয়মিত প্র্যাকটিস করছেন ইংল্যান্ডের মাটিতে খেলার জন্য। নেট প্র্যাকটিস সহ ম্যাচ প্র্যাকটিসও করেছেন মহিলা ক্রিকেটাররা। নেটে বিস্ফোরক মেজাজেই দেখা গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটসম্যান ও বোলারদের।
ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মিতালি রাজ, হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনারা। দীর্ঘদিন বাদে টেস্ট ক্রিকেটে নামবে ভারতীয় মহিলা দল। সাদা জার্সি গায়ে লাল বলে খেলবেন মহিলা ক্রিকেটাররা। বেশিরভাগ সীমিত ওভারের ক্রিকেটেই দেখা যায় মহিলা ক্রিকেটারদের। ফলে এই ম্যাচটা বাড়তি চ্যালেঞ্জ হতে চলেছে।
ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধেই লাল ডিউক বলে খেলকে নামবেন জেমিমা রডরিগেজ, হারলি দেওলরা। একটি টেস্ট ম্যাচই খেলবে ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। এই ম্যাচে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটতেই পারে শেফালি ভর্মার মতো ক্রিকেটারের। তবে সবার আগে নিজেদের প্রস্তুত করাতে মগ্ন ভারতীয় মহিলা দল।
ভারতীয় মহিলা দলে ব্যাটসম্যানদের পাশাপাশি লাল বলে নিজেদের অনুশীলন করছেন বোলাররাও। বল হাতে লাল বলে অন্য মেজাজে দেখা গিয়েছে ঝুলন গোস্বামীদের। লাল বল ও সাদা জার্সি সব সময় প্রিয় এমনটাই টুইট করে বলেছেন ঝুলন। অভিজ্ঞ পেসার ঝুলনের ওপর বেশ খানিকটা ভরসা আছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের।
Nothing like the red ball and the whites 🙌🏼#IndWvsEngW https://t.co/mgf5cMHfNl
— Jhulan Goswami (@JhulanG10) June 12, 2021
ভারতীয় মহিলা দলের নতুন কোচ রমেশ পাওয়ার। তাঁর তত্ত্বাবধানেই ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাঁর সঙ্গে অনুশীলন সারছেন ঝুলন-মিতালিরা। ১৬ জুন থেকে টেস্ট ম্যাচে নামবে ভারতীয় মহিলা দল। তারপর একদিনের তিনটি ম্যাচ আছে ঝুলনদের। ২৭ জুন থেকে শুরু হবে সেই সিরিজ। তারপর রয়েছে টি২০। হরমনপ্রীত কৌরের অধিনায়কত্বে টি২০ সিরিজ খেলবে ভারতীয় মহিলারা। যেটা শুরু হবে ৯ জুলাই থেকে শেষ হবে ১১ জুলাই।