scorecardresearch
 
Advertisement
খেলা

সুপারফিট মাহি : ৩৯ বছরের ধোনি ২১ বছরের ক্রিকেটারকে দিচ্ছেন টক্কর, 'আনফিট' বলায় রাগ

মহেন্দ্র সিং ধোনি
  • 1/4

তাঁকে কেউ আনফিট বলুক, এটা একেবারেই পছন্দ করেন না চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গত সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর ধোনি বললেন যে, দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে ফিটনেসের প্রতিযোগিতায় নামা এখন তাঁর কাছে বেশ একটা কঠিন বিষয়। তবে, একজন ৩৯ বছর বয়সি ক্রিকেটারের ফিটনেসের ওপর কেউ যাতে আঙুল না তোলেন, সেটাও তিনি আবেদন করেছেন।

মহেন্দ্র সিং ধোনি
  • 2/4

ধোনি বললেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আগের মতো নিজেকে ফিট রাখা বেশ কঠিন হয়ে পড়েছে। গত বছরই ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। গত সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে চেন্নাই সুপার কিংস ৪৫ রানে হারিয়ে দিয়েছে। ম্যাচের পর কথা বলতে গিয়ে ধোনি বললেন, "যখন আপনি খেলছেন, তখন একেবারেই চাইবেন না যে আপনাকে কেউ আনফিট বলুক। আমি যখন খেলতে নামি, তখন দলের অন্য তরুণ ক্রিকেটারদের মতোই নিজেকে ফিট রাখার চেষ্টা করি।"

মহেন্দ্র সিং ধোনি
  • 3/4

সেইসঙ্গে ধোনি এও যোগ করেছিলেন যে কোনও ম্যাচে আপনি কেমন পারফরম্যান্স করবেন, সেটা আগে থেকে ঠিক করা সম্ভব নয়। আমার যখন ২৪ বছর বয়স ছিল, তখনও নিজের খেলার ব্যাপারে সুনিশ্চিত হতে পারতাম না। আজ ৪০ বছরে এসে পৌঁছেছি, তারপরেও পারি না। কিন্তু, সবথেকে ইতিবাচক দিক এটাই হবে যে আমার এই বয়সেও যাতে কেউ ফিটনেস নিয়ে প্রশ্ন না তুলতে পারে।

Advertisement
মহেন্দ্র সিং ধোনি
  • 4/4

ইতিমধ্যে টানা দুটো ম্যাচ জেতার পর চেন্নাই সুপার কিংস (সিএসকে) বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচেও চেন্নাই যে তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। গত মরশুমে সংযুক্ত আরব আমিরশাহীতে খারাপ পারফরম্যান্সের পর চলতি বছরের শুরুটাও চেন্নাই সুপার কিংসের খুব একটা ভালো হয়নি। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের সাত উইকেটে হারতে হয়। কিন্তু, এরপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দল নিজেদের চিরপরিচিত মেজাজে প্রত্যাবর্তন করে। এবার শুধুমাত্র আজকের ম্যাচে ক্যাপ্টেন কুল ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন কি না, এখন সেটাই দেখার।

Advertisement