কলকাতা নাইট রাইডার্স দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আউট হওয়ার পর প্রচন্ড হতাশ হয়ে পড়েছিলেন। তিনি ড্রেসিংরুমের সিঁড়িতে বসে চুপচাপ ম্যাচ দেখতে থাকেন।
মন এতটাই খারাপ ছিল যে তিনি হেলমেট, প্যাড এমনকী গ্লাভস পর্যন্ত খোলেননি। রাসেলের এই ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৮ রানে হারতে হয়। ইতিমধ্যে রাসেল খোলসা করেছেন যে আউট হওয়ার পর এমন কাজ কেন তিনি করলেন?
রাসেলের কথায়, তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে ড্রেসিংরুম পর্যন্ত যে তিনি হেঁটে যাবেন, সেই শক্তিটুকু তাঁর শরীরে ছিল না। সতীর্থ ক্রিকেটারদের চোখে যে চোখ রাখবেন, সেই ক্ষমতাটুকুও তাঁর ছিল না।
২২১ রান তাড়া করতে নেমে একটা সময় কেকেআর ৩১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর রাসেল এবং দীনেশ কার্তিক ধামাকাদার ব্যাটিং করে কলকাতা নাইট রাইডার্সের জেতার আশা আরও একবার ফিরিয়ে আনেন। রাসেল ২১ বলে অর্ধশতরান করেন। কিন্তু, ১২ ওভারে স্যাম কারেনের ডেলিভারিতে তিনি বোল্ড হয়ে ফিরে যান।
KKR.in-এ রাসেল বলেছেন, "আমি হতাশ হয়ে পড়ি। আমি জানতাম না যে ড্রেসিংরুমে কীভাবে যাব। আমি দলটাকে জেতাতে চেয়েছিলাম।"
Everyone saw those shots of @Russell12A sitting dejected on the steps at the Wankhede...😔
— KolkataKnightRiders (@KKRiders) April 23, 2021
Here he is talking us through his emotions at the time! ⤵️#KKRvCSK #KKRHaiTaiyaar #IPL2021https://t.co/DXDQyujbFN
তবে রাসেল আউট হওয়ার পরেও কেকেআর এই লড়াই জারি রেখেছিল। দীনেশ কার্তিক এবং প্যাট কামিন্সের ইনিংসের দৌলতে কলকাতা ১৯.১ ওভারে ২০২ রান পর্যন্ত পৌঁছতে পারে।