scorecardresearch
 
Advertisement
খেলা

ক্রমবর্ধমান কোভিডের কারণে আরও বিদেশি ক্রিকেটার ভারত ছাড়বে, দাবি টাইয়ের

রাজস্থান রয়্যালস
  • 1/15

একটা বড়সড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। দলের প্রধান পেসার তথা অজ়ি তারকা অ্যান্ড্রু টাই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 

(ছবি সৌজন্য - যোগেন শাহ)

রাজস্থান রয়্যালস
  • 2/15

রবিবারই তিনি জৈব সুরক্ষা বলয় ভেঙে বেরিয়ে এসেছেন। তবে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণেই টাই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

(ছবি সৌজন্য - যোগেন শাহ)

রাজস্থান রয়্যালস
  • 3/15

রাজস্থান রয়্যালস রবিবার জানিয়েছে, "এজে টাই আজ সকালবেলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যে কোনও অসুবিধায় আমরা ওনার পাশে থাকব।"

(ছবি সৌজন্য - যোগেন শাহ)

Advertisement
রাজস্থান রয়্যালস
  • 4/15

প্রসঙ্গত, রাজস্থান রয়্যালস দলের প্রধান কোচ কুমার সঙ্গকারা শনিবার রাজস্থানের ড্রেসিংরুমে একটা পেপটক দিতে গিয়ে জানিয়েছিলেন যে রবিবার ভোট চারটে নাগাদ মুম্বই থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন টাই।

(ছবি সৌজন্য - যোগেন শাহ)

রাজস্থান রয়্যালস
  • 5/15

চলতি আইপিএল মরশুমে টাই এখনও পর্যন্ত একটাও ম্যাচ খেলেননি। প্রথম পাঁচটা ম্যাচে তাঁকে রিজ়ার্ভ বেঞ্চেই বসিয়ে রাখা হয়েছিল।

(ছবি সৌজন্য - যোগেন শাহ)

রাজস্থান রয়্যালস
  • 6/15

রাজস্থান রয়্যালসের কাছে এটা আরও একটা বড় ধাক্কা। কারণ ইতিপূর্বে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন বেন স্টোকস এবং জোফ্রা আর্চারের মতো তারকা ক্রিকেটাররা।

(ছবি সৌজন্য - যোগেন শাহ)

রাজস্থান রয়্যালস
  • 7/15

এছাড়া জৈব সুরক্ষা বলয়ে বীতশ্রদ্ধ হয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন লিয়াম লিভিংস্টোন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের শুরুতে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যচ খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন জোফ্রা আর্চার।
 

(ছবি সৌজন্য - যোগেন শাহ)

Advertisement
রাজস্থান রয়্যালস
  • 8/15

সেকারণে তাঁর অপারেশনও করাতে হয়। এরপর তিনি আর ভারতে ফিরে আসেননি। অন্যদিকে চলতি মাসের শুরুতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে আঙুলে চোট পাওয়ার কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান বেন স্টোকস।

(ছবি সৌজন্য - যোগেন শাহ)

রাজস্থান রয়্যালস
  • 9/15

তবে ভারত ছেড়ে যাওয়ার আগে টাই জানিয়েছেন, "আইপিএল টুর্নামেন্ট মাঝপথে ছেড়ে যাওয়ার অনেকগুলো কারণই রয়েছে। তবে সবথেকে প্রধান কারণটা হল করোনা।"

(ছবি সৌজন্য - পিটিআই)

রাজস্থান রয়্যালস
  • 10/15

তাঁর দাবি, বর্তমানে গোটা ভারত জুড়ে যেভাবে করোনা ছড়িয়ে পড়ছে, তাতে আগামী কয়েকদিনের মধ্যেই গোটা দেশজুড়ে আবারও লকডাউন ঘোষণা করা হবে। সেক্ষেত্রে তাঁর অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়াটা বেশ কঠিন হয়ে পড়বে। এবছর রাজস্থান রয়্যালস ১ কোটি টাকায় তাঁকে কিনেছে।

(ছবি সৌজন্য - যোগেন শাহ)

রাজস্থান রয়্যালস
  • 11/15

তিনি আরও যোগ করেন, ভারত ছেড়ে বেরিয়ে যাওয়াটা প্রতিদিন ক্রমশ কঠিন হয়ে পড়ছে। কারণ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে ব্রিটেন এবং নিউজ়িল্যান্ডের মতো বেশ কয়েকটা দেশ ইতিমধ্যে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।

(ছবি সৌজন্য - যোগেন শাহ)

Advertisement
রাজস্থান রয়্যালস
  • 12/15

টাই বললেন, "ভারতের এই করোনা পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়া যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছে। আমি ভারত ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করার পর অনেকেই এই ব্যাপারে আমার সঙ্গে সহমত পোষন করেছেন।

(ছবি সৌজন্য - যোগেন শাহ)

রাজস্থান রয়্যালস
  • 13/15

অনেকে তো আবার এটাও জানতে চেয়েছেন যে কোন রাস্তায় আমি দেশে ফিরব। আর আমি সুস্থ আছি দেখে অন্যেরা খুশি। আমার মনে হয় না যে আমি একাই ভারত ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি।"

(ছবি সৌজন্য - যোগেন শাহ)

রাজস্থান রয়্যালস
  • 14/15

সঙ্গে তিনি এও স্বীকার করেছেন যে করোনা ভাইরাস থেকে ক্রিকেটারদের বাঁচিয়ে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। বিসিসিআই এবং আইপিএল কমিটি তাঁদের সাধ্যমতো যথেষ্ট সাহায্য করছেন।

(ছবি সৌজন্য - যোগেন শাহ)

রাজস্থান রয়্যালস
  • 15/15

টাই বললেন, "হ্যাঁ, করোনা ভাইরাসের হাত থেকে আমাদের সুরক্ষিত রাখতে বিসিসিআই এবং আইপিএল কমিটি তাদের সাধ্যমতো যথেষ্ট চেষ্টা করছে। তবে ভারতে এত বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, সেটা দেখে খুব খারাপ লাগছে। তবে ক্রিকেট খেলার ব্যাপারে আমাদের কোনও সমস্যা হচ্ছে না। তবে ক্রমবর্ধমান কোভিডের কারণে আরও বিদেশি ক্রিকেটার ভারত ছাড়বে।"

(ছবি সৌজন্য - যোগেন শাহ)

Advertisement