গোটা বাংলা গরমে পুড়ছে। এর মধ্যেই চলছে আইপিএল (IPL 2023)। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ইডেনে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে স্বাভাবিক ভাবেই প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর।
তবুও আইপিএল নিয়ে দারুণ উত্তেজিত সকলে। কেকেআর-এর হোম ম্যাচের টিকিট নিয়ে হাহাকার শুরু হয়েছে। একে তো তিন বছর পর কলকাতায় ম্যাচ, তার ওপর আবার দারুণ ছন্দে কলকাতার দল। সবমিলিয়ে গরমের মধ্যেও জমজমাট ম্যাচ দেখতে ভরে যাবে ইডেন।
ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর (Kolkata Weather)। স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে। তীব্র গরমের পাশাপাশি আর্দ্রতা বেশি থাকায় ক্লান্ত লাগতে পারে।
আরও খানিকটা বাড়তে পারে তাপমাত্রা। গতকাল কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল, বেশ কিছু জেলায় তার চেয়েও বেশি। ফলে শরীরে লবনের পরিমান কমে গিয়ে পেশিতে ড়ান ধরতে পারে। ব্লাড প্রেশারও কমে যেতে পারে।
সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। তবে সন্ধ্যা সাড়ে সাতটায় ইডেনে ম্যাচ। ফলে কিছুটা হলেও গরম কমবে। তবুও সতর্ক থাকতে হবে ফ্যানদের।
যদিও কলকাতায় বিকেলের দিকেও গরম হাওয়া বইছে গতকাল থেকে। তাপপ্রবাহ থেকে বাঁচতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোতে বারণ করছেন বিশেষজ্ঞরা। গত ১০ দিনে ছিটেফোঁটা বৃষ্টিও হয়নি। বেশ কয়েক বছরের চৈত্রের মধ্যে এবার 'অন্যতম উষ্ণ দিন' বলে অনুমান করা হচ্ছে।