scorecardresearch
 
Advertisement
খেলা

Yashasvi Jaiswal: ফুচকা বিক্রি থেকে মাঠে তাঁবুতে থাকা, IPL তারকা যশস্বীর লড়াই চোখ ভিজিয়ে দেবে...

ফুচকা বিক্রি থেকে আইপিএল তারকা
  • 1/10

একসময় বিক্রি করতেন ফুচকা, সেই ছেলেই আজ ক্রিকেটপ্রেমীদের নয়নের মণি। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে, বিধ্বংসী ব্যাটিং করে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল।  সব ছবি সৌজন্য: PTI

ফুচকা বিক্রি থেকে আইপিএল তারকা
  • 2/10

চলতি আইপিএলে (IPL 2023) এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধেও তিনি একটি দুরন্ত ইনিংস উপহার দেন। আর এবার নাইটদের বিরুদ্ধেও জ্বলে উঠলেন তিনি। 

ফুচকা বিক্রি থেকে আইপিএল তারকা
  • 3/10

ইডেন গার্ডেন্সে (Eden Gardens), বৃহস্পতিবার মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে কেকেআর (KKR)। 
 

Advertisement
ফুচকা বিক্রি থেকে আইপিএল তারকা
  • 4/10

জবাবে ব্যাট করতে নেমে, একেবারে যুদ্ধংদেহী মেজাজে দেখা গেল যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। তাঁর ৪৭ বলে ৯৮ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদেই, সহজে লক্ষ্যমাত্রায় পৌঁছতে সক্ষম হয় রাজস্থান। 
 

ফুচকা বিক্রি থেকে আইপিএল তারকা
  • 5/10

মোট ৫টি ছয় এবং ১৩টি চার সহ, ২০৮.৫১ স্ট্রাইকরেট নিয়ে এই ঝোড়ো ইনিংসটি উপহার দেন যশস্বী। আর তারপর থেকেই, ক্রিকেটমহলে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। এমনকী, ইডেনে উপস্থিত সমস্ত দর্শকদেরও মন জিতে নিলেন তিনি।    

ফুচকা বিক্রি থেকে আইপিএল তারকা
  • 6/10

তাঁর ক্রিকেট জীবন শুরু হয় মুম্বইয়ের আজাদ ময়দান থেকে। সেইখানেই তাঁর প্রথম বাইশ গজে হাতেখড়ি। খুব গরিব ঘর থেকে উঠে আসা একজন ক্রিকেটার এই যশস্বী জয়সওয়াল। একসময় বিক্রি করেছেন ফুচকাও। অনুশীলনের পর মাঠকর্মীদের সঙ্গেই টেন্টে থাকতেন।   
 

ফুচকা বিক্রি থেকে আইপিএল তারকা
  • 7/10

সেই যশস্বী জয়সওয়াল প্রথম লাইমলাইটে আসেন ২০১৫ সালে। স্কুল ক্রিকেটে (School Cricket), গিলস শিল্ডের (Giles Shield) ম্যাচে ৩১৯ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন তিনি। যেটি লিমকা বুক অফ রেকর্ডসেও (Limca Book Of Records) স্থান পায়। আর এরপরই সুযোগ পান অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ মুম্বই দলে। 
 

Advertisement
ফুচকা বিক্রি থেকে আইপিএল তারকা
  • 8/10

অন্যদিকে, ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে (U-18 Asia Cup) ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জার্সি গায়ে সর্বোচ্চ ৩১৮ রান করেন যশস্বী জয়সওয়াল। যার ফলে, টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন তিনি। পরের বছর অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে (U-19 Tri-Series), ৭ ম্যাচে করেন ২৯৪ রান। যার মধ্যে ছিল অর্ধশতরানও।  
 

ফুচকা বিক্রি থেকে আইপিএল তারকা
  • 9/10

তাছাড়াও ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে (U-19 Cricket World Cup), পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সেঞ্চুরি পান যশস্বী। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ২০১৮-১৯ মরশুমে, মুম্বইয়ের হয়ে প্রথম খেলতে নামেন তিনি। 

ফুচকা বিক্রি থেকে আইপিএল তারকা
  • 10/10

২০১৯-২০ মরশুমে বিজয় হাজারে ট্রফিতেও (Vijay Hazare Trophy) দুর্দান্ত পারফরম্যান্স দেখান। ঝাড়খণ্ডের (Jharkhand) বিরুদ্ধে করেন ১৫৪ বলে ২০৩ রান। যেটি প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে, (First Class Cricket) সবথেকে কমবয়সী হিসেবে ডবল সেঞ্চুরি। এরপর ২০২০ সালে, আইপিএলের (IPL) নিলামে তাঁকে দলে নেয় রাজস্থান রয়্যালস। আর এবার সেই দলের হয়েই বিধ্বংসী ইনিংস খেললেন তিনি। বলা যেতে পারে, চোখধাঁধানো কিছু ক্রিকেটীয় মুহূর্ত।

প্রতিবেদক: শুভঙ্কর দাস

Advertisement