ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে বেঙ্গালুরুতে কোটি টাকা দাম উঠছে বহু ক্রিকেটারের। প্রথম দিনেই ১০ দল খরচ করে ফেলেছে ৩৮৮ কোটি টাকা। বহু পরিচিত ক্রিকেটারকেও কোটি টাকায় কিনেছেন মালিকরা। তেমনই এক অখ্যাত মুখ রাতারাতি বিখ্যাত! তিনি অভিনব মনোহর সদারঙ্গানি।
অভিনব মনোহর সদারঙ্গানির বেস প্রাইস ছিল মাত্র ২০ লক্ষ টাকা। তার ১৩ গুণ দামে তাঁকে কিনেছে গুজরাট টাইটানস। নতুন আইপিএল দল তাঁকে দিচ্ছে ২.৬০ কোটি টাকা।
কেন কোটি টাকা দাম উঠল অভিনবের? গতবছর ১৬ নভেম্বর সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে কর্নাটকের হয়ে অভিষেক হয়েছিল। অভিনব অলরাউন্ডার। খেলেন মিডল অর্ডারে। পাশাপাশি লেগ স্পিনও করেন।
নিজের অভিষেক ম্যাচেই ৪টি বাউন্ডারি ও ৬ ছক্কায় ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। খেলেছেন মাত্র ৪৯ বল। ওই ইনিংসের পরেই অভিনবের ব্যাপারে আইপিএল দলগুলি উৎসাহ দেখায় বলে জানিয়েছেন তাঁর ছোটবেলার কোচ ইরফান সোয়ত।
কর্নাটক টুর্নামেন্ট হেরেছিল। কারণ তামিলনাড়ুর শাহরুখ শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন। তাঁকে ৯ কোটি টাকায় কিনেছে পঞ্জাব। অভিনব কর্ণাটকের হয়ে ৪ টি-টোয়েন্টি ম্যাচে ৫৪ গড়ে ১৬২ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫০। সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে অভিনব ৯ বলে
৬ বছর বয়স থেকে ক্রিকেট খেলছেন অভিনব। তাঁর বাবাই ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করান তাঁকে। তবে ক্রিকেটে শুরুতে মন ছিল না অভিনবের। পরে ক্রিকেটই হয়ে ওঠে তাঁর ধ্যান-জ্ঞান।
২০০৬ সালে ক্রিকেট খেলতে গিয়ে মাথায় চোট পান অভিনব। মনে হয়েছিল ক্রিকেট ছেড়ে দেবেন। তবে তা হয়নি। অনূর্ধ্ব ১৪ থেকে অনূর্ধ্ব ২৩ পর্যন্ত নিয়মিত রান করে গিয়েছেন। তার ফল কর্নাটক দলে জায়গা। আর এখন তিনি কোটপতি ক্রিকেটার।