scorecardresearch
 
Advertisement
খেলা

IPL 2023: IPL-এ সর্বোচ্চ রান বিরাটের, কত নম্বরে রোহিতরা?

মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে আইপিএল। ব্যাট-বলের এই মেগা টুর্নামেন্ট দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। চার-ছক্কার ফোয়ারা ছোটে ব্যাটসম্যানদের ব্যাট থেকে। এখনও অবধি বহু ক্রিকটারই আইপিএলে অনেক রেকর্ডই গড়ে ফেলেছেন। কিন্তু এই প্রতিযোগ
  • 1/7

মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে আইপিএল। ব্যাট-বলের এই মেগা টুর্নামেন্ট দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। চার-ছক্কার ফোয়ারা ছোটে ব্যাটসম্যানদের ব্যাট থেকে। এখনও অবধি বহু ক্রিকটারই আইপিএলে অনেক রেকর্ডই গড়ে ফেলেছেন। কিন্তু এই প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় কারা রয়েছেন?  চলুন দেখে নিই একবার।  
 

প্রথমেই নাম আসবে বিরাট কোহলির। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) থিঙ্কট্যাঙ্ক বিরাট কোহলি (Virat Kohli) প্রচুর রান করেছেন। নিজের আইপিএল (IPL) ক্যারিয়ারে খেলছেন মোট ২১৬টি ম্যাচ (IPL Match)। সর্বাধিক রান তাঁর দখলেই। তাঁর রান ৬৪১১। স্ট্রাইক রেট ১২৯.৭২
  • 2/7

প্রথমেই নাম আসবে বিরাট কোহলির। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) থিঙ্কট্যাঙ্ক বিরাট কোহলি (Virat Kohli) প্রচুর রান করেছেন। নিজের আইপিএল (IPL) ক্যারিয়ারে খেলছেন মোট ২১৬টি ম্যাচ (IPL Match)। সর্বাধিক রান তাঁর দখলেই। তাঁর রান ৬৪১১। স্ট্রাইক রেট ১২৯.৭২ পাঁচটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। 
 

দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। পঞ্জাব কিংসের (PBKS) এই তারকার আইপিএল (IPL) কেরিয়ারও বেশ ঝলমলে। পরিসংখ্যান বলছে, মোট ২০০টি ম্যাচ খেলে তাঁর ঝুলিতে রান সংখ্যা ৬০৮৬ এবং স্ট্রাইক রেট ১২৬.৯২। ধাওয়ান মোট ৬৮৪টি চার মেরেছেন । তার বিধ্বংসী ব্যা
  • 3/7

দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। পঞ্জাব কিংসের (PBKS) এই তারকার আইপিএল (IPL) কেরিয়ারও বেশ ঝলমলে। পরিসংখ্যান বলছে, মোট ২০০টি ম্যাচ খেলে তাঁর ঝুলিতে রান সংখ্যা ৬০৮৬ এবং স্ট্রাইক রেট ১২৬.৯২। ধাওয়ান মোট ৬৮৪টি চার মেরেছেন । তার বিধ্বংসী ব্যাটিং সকলেরই চেনা, আর আসন্ন আইপিএলেও (IPL 2023) যে সেই ঝলক দেখা যাবে। এমনটাই আশা ফ্যানদের।   
 

Advertisement
তৃতীয় স্থানে রয়েছেন "দ্যা হিটম্যান" রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বই ইণ্ডিয়ান্সের (MI) হয়ে গোটা আইপিএল (IPL) ক্যারিয়ারে খেলেছেন ২২১টি ম্যাচ (IPL Match) এবং মেরেছেন ২৩৪টি ছয়। তাঁর রান  ৫৭৬৪  এবং স্ট্রাইক রেট ১৩০.২৯।
  • 4/7

তৃতীয় স্থানে রয়েছেন "দ্যা হিটম্যান" রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বই ইণ্ডিয়ান্সের (MI) হয়ে গোটা আইপিএল (IPL) ক্যারিয়ারে খেলেছেন ২২১টি ম্যাচ (IPL Match) এবং মেরেছেন ২৩৪টি ছয়। তাঁর রান  ৫৭৬৪  এবং স্ট্রাইক রেট ১৩০.২৯।  
 

প্রথম তিনে তিনজন ভারতীয় ক্রিকটার থাকলেও, পিছিয়ে নেই অজিরাও। চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। তাঁর সংগ্রহে ৫৬৬৮ রান এবং স্ট্রাইক রেট ১৪০.৫৮। শুধু তাই নয়, সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) এই তারকার ব্যাটিং গড়ও যথেষ্ট নজরকাড়া, ৪১.৯৯। কিন্তু
  • 5/7

প্রথম তিনে তিনজন ভারতীয় ক্রিকটার থাকলেও, পিছিয়ে নেই অজিরাও। চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। তাঁর সংগ্রহে ৫৬৬৮ রান এবং স্ট্রাইক রেট ১৪০.৫৮। শুধু তাই নয়, সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) এই তারকার ব্যাটিং গড়ও যথেষ্ট নজরকাড়া, ৪১.৯৯। কিন্তু খেলেছেন মাত্র ১৫৫টি ম্যাচ। অর্থাৎ, কম ম্যাচ খেলেও তাঁর ঝোড়ো ব্যাটিং বাইশ গজে বড়সড় রেকর্ডের মাইলস্টোন তৈরি করেছে।  
 

পঞ্চম স্থানে রয়েছেন মিস্টার আইপিএল সুরেশ রায়না (Suresh Raina)। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অনেকদিন। কিন্তু আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে মোট ২০৫টি ম্যাচ খেলে তাঁর ঝুলিতে ৫৫২৮ রান। ব্যাটিং স্ট্রাইক রেট ১৩৬.৭৩।
  • 6/7

পঞ্চম স্থানে রয়েছেন মিস্টার আইপিএল সুরেশ রায়না (Suresh Raina)। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অনেকদিন। কিন্তু আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে মোট ২০৫টি ম্যাচ খেলে তাঁর ঝুলিতে ৫৫২৮ রান। ব্যাটিং স্ট্রাইক রেট ১৩৬.৭৩। 
 

প্রথম পাঁচে না থাকলেও আরও কয়েকটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ। মোট ৩৫৭টি ছয় মেরেছেন ক্রিস গেইল (Chris Gayle)। যা আইপিএলে যে কোনো ব্যাটসম্যানের নিরিখে সর্বোচ্চ। পরিসংখ্যান বলছে আইপিএলের (TATA IPL 2023) ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেছেন কেএল রাহুল (KL Rahul), ৫৬ বলে
  • 7/7

প্রথম পাঁচে না থাকলেও আরও কয়েকটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ। মোট ৩৫৭টি ছয় মেরেছেন ক্রিস গেইল (Chris Gayle)। যা আইপিএলে যে কোনো ব্যাটসম্যানের নিরিখে সর্বোচ্চ। পরিসংখ্যান বলছে আইপিএলের (TATA IPL 2023) ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেছেন কেএল রাহুল (KL Rahul), ৫৬ বলে ১০৩। 
 

Advertisement