scorecardresearch
 
Advertisement
খেলা

Cristiano Ronaldo: রোনাল্ডোর সঙ্গে ব্রেক-আপের জের, একরাতেই কয়েকশো কোটি খুইয়েছিলেন মডেল

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Ceistiano Ronaldo) প্রাক্তন গার্লফ্রেন্ড ইরিনা শায়েক (Irina Shayk) তারকা ফুটবলারের সঙ্গে ব্রেক আপের পরে বিরাট ক্ষতির মুখে পড়েছিলেন। জর্জিনা রড্রিগেজের (Georgina Rodríguez) আগে ইরিনার সঙ্গে সম্পর্ক ছিল রোনাল্ডোর। এই সেলিব্রেটি জুটি
  • 1/8

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Ceistiano Ronaldo) প্রাক্তন গার্লফ্রেন্ড ইরিনা শায়েক (Irina Shayk) তারকা ফুটবলারের সঙ্গে ব্রেক আপের পরে বিরাট ক্ষতির মুখে পড়েছিলেন। জর্জিনা রড্রিগেজের (Georgina Rodríguez) আগে ইরিনার সঙ্গে সম্পর্ক ছিল রোনাল্ডোর। এই সেলিব্রেটি জুটি একাধিকবার শিরোনামে এসেছেন।
 

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ইরিনার বিচ্ছেদ নিয়েও চর্চা হয়েছিল। ইরিনা শায়েক বাদেও একাধিক সম্পর্কে ছিলেন রোনাল্ডো। ২০০৯ সালে ইরিনার সঙ্গে সম্পর্কে জড়ান আল নাসেরের (Al Nassr) তারকা ফুটবলার।
  • 2/8

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ইরিনার বিচ্ছেদ নিয়েও চর্চা হয়েছিল। ইরিনা শায়েক বাদেও একাধিক সম্পর্কে ছিলেন রোনাল্ডো। ২০০৯ সালে ইরিনার সঙ্গে সম্পর্কে জড়ান আল নাসেরের (Al Nassr) তারকা ফুটবলার। 
 

একটি ফ্যাশন শ্যুটের সময় রোনাল্ডোর সঙ্গে আলাপ হয় ইরিনার। এরপর থেকেই তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। সোশ্যাল মিডিয়া একসঙ্গে দেখা যেতে থাকে। ইরিনা রোনাল্ডোর বিভিন্ন ম্যাচ দেখতে উপস্থিত থাকতেন।
  • 3/8

একটি ফ্যাশন শ্যুটের সময় রোনাল্ডোর সঙ্গে আলাপ হয় ইরিনার। এরপর থেকেই তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। সোশ্যাল মিডিয়া একসঙ্গে দেখা যেতে থাকে। ইরিনা রোনাল্ডোর বিভিন্ন ম্যাচ দেখতে উপস্থিত থাকতেন।
 

Advertisement
২০১০ সালের বিশ্বকাপের সময়ও তাদের দুই জনকে একসঙ্গে দেখা গিয়েছে। ২০১১ সালে ভ্যালেন্টাইন্স ডে-র দিন ইরিনাকে প্রেমের প্রস্তাব দেন। চার বছর টিকেছিল তাদের সম্পর্ক। ২০১৫ সালে বিচ্ছেদ হয় তাদের। এই বিচ্ছেদের বিষয় প্রকাশ্যে আসতেই সমস্যায় পড়তে হয় ইরিনাকে।
  • 4/8

২০১০ সালের বিশ্বকাপের সময়ও তাদের দুই জনকে একসঙ্গে দেখা গিয়েছে। ২০১১ সালে ভ্যালেন্টাইন্স ডে-র দিন ইরিনাকে প্রেমের প্রস্তাব দেন। চার বছর টিকেছিল তাদের সম্পর্ক। ২০১৫ সালে বিচ্ছেদ হয় তাদের। এই বিচ্ছেদের বিষয় প্রকাশ্যে আসতেই সমস্যায় পড়তে হয় ইরিনাকে।
 

শুধু তাই নয়, সেই সময় ইরিনা একটি কমেন্ট করেন। তিনি বলেন, যদি রোনাল্ডোর প্রাক্তন গার্লফ্রেন্ড হিসেবে কেউ তাঁকে চেনেন তাহলে তাঁকে আনফলো করে দিতে পারেন। এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই তিনি ১১ মিলিয়ন ফলোয়ার হারান। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় তাঁকে।
  • 5/8

শুধু তাই নয়, সেই সময় ইরিনা একটি কমেন্ট করেন। তিনি বলেন, যদি রোনাল্ডোর প্রাক্তন গার্লফ্রেন্ড হিসেবে কেউ তাঁকে চেনেন তাহলে তাঁকে আনফলো করে দিতে পারেন। এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই তিনি ১১ মিলিয়ন ফলোয়ার হারান। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় তাঁকে। 
 

বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়া থেকে রোনাল্ডোর সঙ্গে তাঁর সমস্ত ছবি ডিলিট করে দেন। যদিও রোনাল্ডো তা করেননি।রোনাল্ডো ও ইরিনার দুই সন্তানও রয়েছে।
  • 6/8

বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়া থেকে রোনাল্ডোর সঙ্গে তাঁর সমস্ত ছবি ডিলিট করে দেন। যদিও রোনাল্ডো তা করেননি।রোনাল্ডো ও ইরিনার দুই সন্তানও রয়েছে।  
 

তবে কেন রোনাল্ডোর সঙ্গে ইরিনার বিচ্ছেদ হল তা জানা যায়নি। অনেকেই মনে করেন রোনাল্ডোর মায়ের সঙ্গে ইরিনার বনিবনা না হওয়াতেই এই বিচ্ছেদ। আসলে রোনাল্ডো বা ইরিনা কেউই এই ব্যাপারে মুখ খোলেননি।
  • 7/8

তবে কেন রোনাল্ডোর সঙ্গে ইরিনার বিচ্ছেদ হল তা জানা যায়নি। অনেকেই মনে করেন রোনাল্ডোর মায়ের সঙ্গে ইরিনার বনিবনা না হওয়াতেই এই বিচ্ছেদ। আসলে রোনাল্ডো বা ইরিনা কেউই এই ব্যাপারে মুখ খোলেননি। 
 

Advertisement
পাশাপাশি এমনটাও শোনা যায় যে, ইরিনার সঙ্গে অভিনেতা ও WWE তারকা ডোয়েন জনসনের (দি রক) বন্ধুত্ব মেনে নিতে পারেননি রোনাল্ডো। সেই জন্যই এই বিচ্ছেদ। এরপর জর্জিনা রড্রিগেজের সঙ্গে সম্পর্কে জড়ান পর্তুগিজ তারকা।
  • 8/8

পাশাপাশি এমনটাও শোনা যায় যে, ইরিনার সঙ্গে অভিনেতা ও WWE তারকা ডোয়েন জনসনের (দি রক) বন্ধুত্ব মেনে নিতে পারেননি রোনাল্ডো। সেই জন্যই এই বিচ্ছেদ। এরপর জর্জিনা রড্রিগেজের সঙ্গে সম্পর্কে জড়ান পর্তুগিজ তারকা।    
 

Advertisement