scorecardresearch
 
Advertisement
খেলা

ATK Mohun Bagan: মহালয়ার বাঙালি সাজে মোহনবাগানের দুই বিদেশি, ঢাক বাজালেন পোগবা-কাউকো

মহালয়ার সকালে অন্য মেজাজে এটিকে মোহনবাগানের দুই বিদেশি ফুটবলার ফ্লোরেন্টিন পোগবা (Florentin Pogba) ও জনি কাউকো (Joni Kauko)। রবিবারের সকালে পাঞ্জাবি পরে দেখা গেল দুই তারকা ফুটবলারকে।    
  • 1/7

মহালয়ার সকালে অন্য মেজাজে এটিকে মোহনবাগানের দুই বিদেশি ফুটবলার ফ্লোরেন্টিন পোগবা (Florentin Pogba) ও জনি কাউকো (Joni Kauko)। রবিবারের সকালে পাঞ্জাবি পরে দেখা গেল দুই তারকা ফুটবলারকে।  

 

সুরুচী সঙ্ঘের পুজোয় ঢাক বাজাতে দেখা গেল দুই ফুটবলারকে। দেখা গেল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকেও (Aroop Biswas)। তিন জনেই ঢাক বাজালেন। 
  • 2/7

সুরুচী সঙ্ঘের পুজোয় ঢাক বাজাতে দেখা গেল দুই ফুটবলারকে। দেখা গেল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকেও (Aroop Biswas)। তিন জনেই ঢাক বাজালেন। 

 

একটি ভিডিও শেয়ার করেছে এটিকে মোহনবাঁগান। সেখানে দেখা যাচ্ছে, পয়াঞ্জাবি পরে দারুণ খুশি দুই বিদেশি ফুটবলার। ভারতীয় সাজে দারুণ লাগছে কাউকোকে। 
  • 3/7

একটি ভিডিও শেয়ার করেছে এটিকে মোহনবাঁগান। সেখানে দেখা যাচ্ছে, পয়াঞ্জাবি পরে দারুণ খুশি দুই বিদেশি ফুটবলার। ভারতীয় সাজে দারুণ লাগছে কাউকোকে। 

Advertisement
৬৯ তম বর্ষে পদার্পণ করল সুরুচি সংঘের পুজো।  'একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে' - করোনা পরবর্তী সময়ে নতুন করে পৃথিবী গড়ে তোলার ভাবনা এবার সুরুচি সংঘের (Suruchi Sangha) পুজো উদ্যোক্তাদের। 
  • 4/7

৬৯ তম বর্ষে পদার্পণ করল সুরুচি সংঘের পুজো।  'একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে' - করোনা পরবর্তী সময়ে নতুন করে পৃথিবী গড়ে তোলার ভাবনা এবার সুরুচি সংঘের (Suruchi Sangha) পুজো উদ্যোক্তাদের। 

কলকাতার দুর্গাপুজো পেয়েছে ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ সম্মান। সব মিলিয়ে করোনার আবহ কাটিয়ে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে গোটা বিশ্ব।
  • 5/7

কলকাতার দুর্গাপুজো পেয়েছে ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ সম্মান। সব মিলিয়ে করোনার আবহ কাটিয়ে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে গোটা বিশ্ব।

ডুরান্ড কাপের (Durand Cup 2022) পর কলকাতা লিগে খেলছে না এটিকে মোহনবাগান। ফলে পুজোর আগে সময় ত্যেছে ফুটবলারদের হাতে।  
  • 6/7

ডুরান্ড কাপের (Durand Cup 2022) পর কলকাতা লিগে খেলছে না এটিকে মোহনবাগান। ফলে পুজোর আগে সময় ত্যেছে ফুটবলারদের হাতে। রবিবার ছুটি ছিল এটিকে মোহনবাগানে। ফলে সকালেই নিউ আলিপুরের ক্লাবে চলে যান দুই ফুটবলার।  

এই মরশুমে বেশ ভাল ছন্দে রয়েছেন জনি কাউকো। ইউরো খেলা এই ফূটবলার বেশ ভাল খেলেছেন ডুরান্ডে। 
  • 7/7

এই মরশুমে বেশ ভাল ছন্দে রয়েছেন জনি কাউকো। ইউরো খেলা এই ফূটবলার বেশ ভাল খেলেছেন ডুরান্ডে। পুজোর পরেই শুরু হবে আইএসএল। সেই মঞ্চে ভাল খেলতে হবে গোটা দলকে। 

Advertisement