ফুটবল বিশ্বে ঝড় তুলেছে ফরাসি তারকা খেলোয়াড় করিম বেনজেমা (Karim Benzema) ও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার মহিলা খেলোয়াড় অ্যালেক্সিয়া পুতেলাস। দু'জনেই বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। করিম বেনজেমা ব্যালন ডি'অর ২০২২ পুরস্কার জিতেছেন।
টানা দ্বিতীয়বার মহিলাদের ব্যালন ডি'অর(Ballon-Dor) জিতলেন অ্যালেক্সিয়া পুতেলাস (Alexia Putellas)। স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনার (FC Barcelona) হয়ে খেলা এই ফুটবলার ২০২১ সালেও সেরা মহিলা ফুটবলারের পুরস্কার পেয়েছেন পুতেলাস।
এই স্প্যানিশ মিডফিল্ডার এই মরশুমেও দারুণ ফর্মে রয়েছেন। স্প্যানিশ প্রিমেরা ডিভিশনে ২৬টি ম্যাচে ১৮টি গোল ও ১৮টি অ্যাসিস্ট করে ফেলেছেন তিনি।
পরিসংখ্যানই বলে দিচ্ছে, শুধু মিডফিল্ডার হিসেবে নয়, গোল করার ক্ষেত্রেও দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন অ্যালেক্সিয়া পুতেলাস। গোল যেমন করেছেন তেমনই গোলের জন্য বলও বাড়িয়েছেন এই স্প্যানিশ তারকা।
টুইটারে প্রচুর ফলোয়ার রয়েছে অ্যালেক্সিয়া পুতেলাসের। গতকাল ব্যালন ডি'অর হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেন স্প্যানিশ তারকা ফুটবলার। সেই ছবি ভাইরাল হয়ে যায়।
বিশ্বকাপের আগে বিশ্ব ফুটবলে ঝড় তুলেছেন ফরাসি তারকা করিম বেনজেমা (Karim Benzema)। প্রথমবার ব্যালন ডি'অর জিতলেন ফরাসি তারকা ফুটবলার। আরেক ফরাসী তারকা জিনেদিন জিদানের হাত থেকে পুরস্কার নেন বেনজেমা।