scorecardresearch
 
Advertisement
খেলা

রেকর্ডের রাজা বিরাট কোহলি : কোন কোন রেকর্ডের মালিক বিরাট, জেনে নিন

কিং কোহলি
 • 1/24

বিরাট কোহলির টেস্ট অভিষেক হয় ২০১১ সালে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিংস্টনে তিনি টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক করেন।

কিং কোহলি
 • 2/24

২০১১-১২ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাডিলেডে ভারতীয় দলের ব্য়াটিং বিপর্যয়ের মধ্যেও তিনি একা কুম্ভ হয়ে লড়েন। অ্যাডিলেডেই তিনি তাঁর জীবনের প্রথম টেস্ট শতরানটি কুড়িয়ে নেন।

কিং কোহলি
 • 3/24

বিরাট কোহলির অ্যাচিভমেন্টের অবশ্য কমতি নেই। তিনি ভারতের হয়ে সর্বোচ্চ আইসিসি টেস্ট র্যাঙ্কে পৌঁছেছিলেন। সচিন তেন্ডুলকরের ৮৮৭ পয়েন্টকে পিছনে ফেলে তিনি ৮৯০ পয়েন্টে পৌঁছন।

Advertisement
কিং কোহলি
 • 4/24

অন্যদিকে বিরাট কোহলি টেস্ট ব্য়াটসম্যান হিসেবে ৯২২ র্যাঙ্কিং পয়েন্টে পৌঁছন। যা আইসিসির এখনও পর্যন্ত রেকর্ড। 

কিং কোহলি
 • 5/24

বিরাট কোহলি একমাত্র অধিনায়ক হিসেবে ৬ টি ডাবল সেঞ্চুরি করেছেন। তিনি টপকে গিয়েছেন ব্রায়ান লারার পাঁচটি ডাবল সেঞ্চুরিকে।

কিং কোহলি
 • 6/24

বিরাট বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি দুটি আলাদা প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা তিনটি সেঞ্চুরি করেছেন। আর কারও যা নেই।

কিং কোহলি
 • 7/24

মহেন্দ্র সিং ধোনিকে সফলতম বলে অনেকে মনে করলেও জয়ের শতকরা হিসেবে বলছে বিরাট কোহলি সফলতম এক দিবসীয় অধিনায়কও। তাঁর জয়ের শতাংশ ৭৫।

Advertisement
কিং কোহলি
 • 8/24

বিরাট কোহলি টেস্ট, ওয়ানডে, টি২০, সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজার রান সংগ্রহ করেছেন, যা খুব কম ব্য়াটসম্যানই অর্জন করতে পেরেছেন। 

কিং কোহলি
 • 9/24

ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ দ্বিশতরান তাঁরই। তিনি সাতটি ডাবল সেঞ্চুরির মালিক। শচীন তেণ্ডুলকর এবং বীরেন্দ্র শেহবাগ ৬ টি করে ডাবল সেঞ্চুরি করেছেন।

কিং কোহলি
 • 10/24

আইপিএলের মতো ছোট ফরম্যাটেও বিরাট নিজের কর্তৃত্ব বজায় রেখেছেন। তিনি এক মরশুমে সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন।  এক মরশুমে ৪ টি সেঞ্চুরি করেন।

কিং কোহলি
 • 11/24

এক মরশুমে আইপিএল এ সর্বোচ্চ মোট রানেও বিরাটই সেরা। তিনি এক মরশুমে ৯৭৩ রান করেছেন। যা আর কোনও স্বদেশী-বিদেশী ক্রিকেটারের নেই।

Advertisement
কিং কোহলি
 • 12/24

২০১৭ সালে বিরাট কোহলি এক মরশুমে সব ফরম্যাট মিলিয়ে ১১ টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেন। অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে যা আর কারও নেই।

কিং কোহলি
 • 13/24

বিরাট কোহলি এক বছরে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১ হাজার, ৫ হাজার. ৬ হাজার, ৭ হাজার, ৮ হাজার, ৯ হাজার, ১০ হাজার রান করেন তিনি।

কিং কোহলি
 • 14/24

বিরাট বিশ্বের মধ্যে একাই যিনি এক দিবসীয় ম্যাচে দ্রুততম ৩০ টি ও ৩৫ টি সেঞ্চুরির একক মালিক।  

কিং কোহলি
 • 15/24

তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছেন। যিনি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে পরপর তিনটি সেঞ্চুরি করেছেন।

Advertisement
কিং কোহলি
 • 16/24

বিরাট কোহলি বিশ্বের দ্রুততম আন্তর্জাতিক ১৫ হাজার এবং ১৭ হাজার রানকারী একমাত্র ব্য়াটসম্যান। যা আর কারও নেই।

কিং কোহলি
 • 17/24

বিরাট একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি পরপর দু বছরে পদ্মশ্রী এবং রাজীব খেলরত্ন পেয়েছেন। ২০১৭ সালে পদ্মশ্রী এবং ২০১৮ সালে রাজীব খেলরত্ন পান।

কিং কোহলি
 • 18/24

২০১৭ সালে তিনি এক মরশুমে ৩০০০ আন্তর্জাতিক রান করেন। সব ফরম্যাট মিলিয়ে এমন কর্তৃত্ব আর কারও নেই।

কিং কোহলি
 • 19/24

বিরাট কোহলি একমাত্র ক্রিকেটার, যিনি এক ক্যালেন্ডার ইয়ারে তিন ফরম্যাট মিলিয়ে ২০ হাজার আন্তর্জাতিক রান করেছেন। কুড়ি হাজার রান থাকলেও এক দশকে এই রেকর্ড আর কারও নেই।

Advertisement
কিং কোহলি
 • 20/24

বিরাটই বিশ্বের একমাত্র ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান সংগ্রাহক, যাঁর রানের গড় ৫০ এর উপরে। বাকি যাঁরা ১৫ হাজার রান করেছেন তাঁর গড় ৫০ এর নীচে।

কিং কোহলি
 • 21/24

২০১৯ সালে বিরাটকোহলি আইসিসি অ্যাওয়ার্ডে ক্লিন সুইপ করেন। তিনি আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হন। সেই সঙ্গে আইসিস বর্ষসেরা ওয়ানডে, টেস্ট ক্রিকেটারও হন। পাশাপাশি ভারত সেরা দলের তকমা পায়।

কিং কোহলি
 • 22/24

বিরাটের ব্যাটিং স্টাইল দেখে মনে করা হয় তিনি টি২০ ক্রিকেটার হিসেবে ততটা সফল নন। কিন্তু তিনিই বিশ্বের দ্রুততম টি২০ ২ হাজার রান সংগ্রাহক।

কিং কোহলি
 • 23/24

হাসিম আমলার সঙ্গে যৌথভাবে বিরাট কোহলি দ্রুততম ৫০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক। দুজনই ৩৪৮ ইনিংসে এই রান সংগ্রহ করেছেন।

Advertisement
কিং কোহলি
 • 24/24

বিরাট কোহলি আজহারুদ্দিনের ৫৩ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে ভারতীয় হিসেবে ৫২ বলে সেঞ্চুরি করে দেশীয় রেকর্ডের মালিক।

Advertisement