scorecardresearch
 
Advertisement
খেলা

Happy Birthday কুলদীপ : ভারতের একমাত্র বোলার যাঁর ঝুলিতে রয়েছে এই 'অনন্য রেকর্ড'!

কুলদীপ যাদব
  • 1/7

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ়ে ভারতের বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব বড় ভূমিকা গ্রহণ করতে পারেন। আজ ২৬ বছরে তিনি পা রাখলেন। গতকাল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা জানিয়েছেন, কুলদীপ নাকি গোলাপি বলে ম্যাজিক করতে পারেন। কিন্তু, আপনারা কি জানেন একদিনের ক্রিকেটে কুলদীপের ঝুলিতে এমন একটি রেকর্ড রয়েছে, যা দেশের আর কোনও বোলারের কাছে নেই। আসুন তাহলে সেটা জেনে নেওয়া যাক।

কুলদীপ যাদব
  • 2/7

২০১৭ সালের ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় কুলদীপের। 

কুলদীপ যাদব
  • 3/7

এখনও পর্যন্ত কুলদীপ ৬১টি একদিনের ম্যাচ, ছ'টি টেস্ট এবং ২১টি টি-২০ ম্যাচ খেলেছেন। সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১৬৮টি উইকেট শিকার করেছেন।

Advertisement
কুলদীপ যাদব
  • 4/7

কুলদীপ ভারতের একমাত্র বোলার যিনি একদিনের ক্রিকেটে দু'বার হ্যাটট্রিক করেছে। কুলদীপের আগে একদিনের ক্রিকেটে একটি করে হ্যাটট্রিক করেছেন চেতন শর্মা এবং কপিল দেব।

কুলদীপ যাদব
  • 5/7

পাশাপাশি কুলদীপের দখলে আরও একটি রেকর্ড রয়েছে। তিনি ভারতীয় স্পিনারদের মধ্যে সবথেকে দ্রুত ১০০টি উইকেট শিকার করেছেন। 

কুলদীপ যাদব
  • 6/7

গতকাল কেকেআর ডট ইনকে দেওয়া এক সাক্ষাৎকারে কুলদীপ জানিয়েছেন, "আমার মতে, রাতের দিকে স্পিনারদের খেলা অস্ট্রেলিয়ার কাছে যথেষ্ট কঠিন হবে। কারণ ভারতীয় স্পিনারদের মধ্যে যথেষ্ট বৈচিত্র্য রয়েছে।"

কুলদীপ যাদব
  • 7/7

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, "এটা আমাদের কাছে একটা সুবিধা হবে। আমি ভারতের বাইরে কখনও গোলাপি বলে খেলিনি। ফলে আমি এখন থেকেই যারপরনাই উত্তেজিত।"

Advertisement