Advertisement
খেলা

Messi In Kolkata: কীভাবে ঝামেলা লাগল সল্টলেকের মাঠে, পুরো কাহিনি জানুন ১৩ ছবিতে

Messi In Kolkata
  • 1/13

লজ্জা! মেসির ইভেন্ট ম্যাসাকার হওয়ার পর এই শব্দটাই যেন মুখে মুখে ফিরছে ফুটবলপ্রেমীদের। চরম বিশৃঙ্খলা, গ্যালারি থেকে বোতল ছোড়া, শামিয়ানায় আগুন, চেয়ার ভাঙা, পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘিরে উত্তপ্ত হল যুবভারতী ক্রীড়াঙ্গন। ক্ষমা চাইতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
 

Messi In Kolkata
  • 2/13

ঠিক সকাল সাড়ে ১১টা। হায়াত হোটেল থেকে সল্টলেত স্টেডিয়ামে পৌঁছল মেসির গাড়ি। যুবভারতীতে পা রাখতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল গোটা স্টেডিয়াম। তাঁর সঙ্গেই ছিলেন রড্রিগো ডি পল এবং লুই সুয়ারেজ। 

Messi In Kolkata
  • 3/13

খেলোয়াড়রা ছুটে এসে প্রণাম করছেন, গ্যালারিতে কাঁদছেন ভক্তরা। যুবভারতী ক্রীড়াঙ্গন যেন আবেগে ভাসছে। চোখের সামনে বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসি। উচ্ছ্বাসে ফেটে পড়ছে সল্টলেক স্টেডিয়াম। 

Advertisement
Messi In Kolkata
  • 4/13

চতুর্দিকে তাঁর নামে জয়ধ্বনি হচ্ছে। শুনে আপ্লুত লিও মেসি। সকলের উদ্দেশে হাত নাড়েন তিনি। একে একে দেখা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মোহনবাগান ক্লাবের কর্তাদের সঙ্গে। ছিলেন টলিউডের সেলেবরাও। 

Messi In Kolkata
  • 5/13

ভারতীয় ফুটবলের জন্য স্মরণীয় মুহূর্ত। LM10 লেখা মোহনবাগানের জার্সি তুলে দেওয়া হল মেসির হাতে। সেই জার্সি হাতে পোজ দিলেন বিশ্বকাপজয়ী তারকা। 

Messi In Kolkata
  • 6/13

এরপর মেসি, সুয়ারেজ এবং রড্রিগো ডি পলকে নিয়ে যুবভারতী স্টেডিয়াম প্রদক্ষীণ করা শুরু হয়। কিন্তু তাল কাটে কিছুক্ষণের মধ্যেই। মেসিকে ঘিরে ছিলেন নিরাপত্তারক্ষী, সেলেব এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসুরা। ছিলেন আয়োজন শতদ্রু দত্ত। দর্শকাসন থেকে সঠিক ভাবে দেখতে পাওয়া যাচ্ছিল না মেসিকে। 

Messi In Kolkata
  • 7/13

হাজার হাজার টাকার টিকিট কেটে সল্টলেক স্টেডিয়ামে মেসিকে দেখতে এসেছিলেন দর্শকরা। ফুটবলপ্রেমী মানুষ এক ঝলকও দেখতে পাননি কেউ। মেসিকে কার্যত মৌমাছির চাকের মতো ঘিরে রেখেছিলেন রাজ্যের দুই মন্ত্রী ও আয়োজকরা, অভিযোগ দর্শকদের। ফলে ক্রমশই বাড়ছিল ক্ষোভ। 

Advertisement
Messi In Kolkata
  • 8/13

আচমকাই দর্শকাসন থেকে উড়ে আসে বোতল। ঝুঁকি না নিয়ে ১০ মিনিটের মধ্যে শিডিউল বাতিল করে মেসিকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা। তখন মাঠে এসে পৌঁছননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। 

Messi In Kolkata
  • 9/13

ক্ষোভ ক্রমশই বাড়তে শুরু করে মেসি ফ্যানেদের মধ্যে। তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অশান্তি বাড়তে থাকে। গ্যালারি থেকে মাঠে নেমে পড়েন শয়ে শয়ে দর্শক। পুলিশ সামাল দিতে হিমশিম খেয়ে যায়। 

Messi In Kolkata
  • 10/13

দর্শকদের অভিযোগ, ১২ হাজার টাকার টিকিট কেটে মেসি, সুয়ারেজ, শাহরুখ খানকে দেখতে এসেছিলেন তাঁরা। বদলে দেখা গিয়েছে একগুচ্ছ ভিড় আর অরূপ বিশ্বাস। তাঁদের সঙ্গে স্ক্যাম হয়েছে বলে দাবি। 

Messi In Kolkata
  • 11/13

দূর-দূরান্ত থেকে পরিবার নিয়ে কলকাতায় আসা দর্শকরা ক্ষোভ উগরে দেন আয়োজক এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় যুবভারতী ক্রীড়াঙ্গন। আগুন ধরিয়ে দেওয়া হয় শামিয়ানায়। সমস্ত চেয়ার উপড়ে ফেলা হয়। ভাঙচুর করা হয়।

Advertisement
Messi In Kolkata
  • 12/13

স্টেডিয়ামের বাইরে উত্তেজনা। বাইপাসে উত্তেজনা ছড়াল। লাঠি নিয়ে জনতাকে তাড়া পুলিশের। ‘চোর চোর’ স্লোগান জনতার। মেসিকে সামনে রেখে দুর্নীতির অভিযোগ জনতার। 

Messi In Kolkata
  • 13/13

দর্শকদের একাংশের অভিযোগ, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মৃদু লাঠিচার্জও করে। ক্ষোভ আরও বাড়তে শুরু করে। মেসিকে দেখতে এসেছে এমন চূড়ান্ত অব্যবস্থায় ক্ষোভ কলকাতার ফুটবলপ্রেমীদের। কারও অভিযোগ ১০ টাকার জলের বোতল মাঠের মধ্যে বিক্রি হচ্ছিল ১৫০ টাকায়। ২০ টাকার কোল্ডড্রিঙ্ক বিক্রি হয় ২০০ টাকায়। 
 

Advertisement