scorecardresearch
 
খেলা

Lionel Messi Kolkata: ফাইনালে জিতলেই মেসির মনে জায়গা করে নেবে কলকাতা, কেন জানেন ?

দেশের জার্সি গায়ে এটাই শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022) লিওনেল মেসির (Lionel Messi)। অধিনায়ক হিসেবে রবিবারই হয়ত শেষ ম্যাচ খেলতে নামছেন আর্জেন্টাইন সুপারস্টার। কাতারে তাঁর শেষ ম্যাচ হলেও অধিনায়ক হিসেবে তাঁর যাত্রা শুরু হয়েছিল ভারতে। বলা ভাল ফুটবলের মক্কা
  • 1/8

দেশের জার্সি গায়ে এটাই শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022) লিওনেল মেসির (Lionel Messi)। অধিনায়ক হিসেবে রবিবারই হয়ত শেষ ম্যাচ খেলতে নামছেন আর্জেন্টাইন সুপারস্টার। কাতারে তাঁর শেষ ম্যাচ হলেও অধিনায়ক হিসেবে তাঁর যাত্রা শুরু হয়েছিল ভারতে। বলা ভাল ফুটবলের মক্কা কলকাতায়।
 

২০১১ সালে যুবভারতীতে (Yuvabharati Krirangan) প্রথমবার ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন লিও। ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলেন মেসি। ৭৫,০০০ দর্শক এসেছিলেন মেসির খেলা দেখতে।
  • 2/8

২০১১ সালে যুবভারতীতে (Yuvabharati Krirangan) প্রথমবার ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন লিও। ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলেন মেসি। ৭৫,০০০ দর্শক এসেছিলেন মেসির খেলা দেখতে।
 

শুধু স্টেডিয়ামে নয়, গোটা শহর তখন মেসিকে দেখার জন্য আকুল হয়ে উঠেছিল। তাঁকে কাছ থেকে এক ঝলক দেখার জন্য, বিমানবন্দর থেকে শুরু করে সমস্ত জায়গায় মানুষের ঢল নেমেছিল।
  • 3/8

শুধু স্টেডিয়ামে নয়, গোটা শহর তখন মেসিকে দেখার জন্য আকুল হয়ে উঠেছিল। তাঁকে কাছ থেকে এক ঝলক দেখার জন্য, বিমানবন্দর থেকে শুরু করে সমস্ত জায়গায় মানুষের ঢল নেমেছিল।
 

২০১৪ সালেও ফাইনালে উঠেছিল মেসির আর্জেন্টিনা। তবে সেবার জার্মানির বিরুদ্ধে ফাইনালে হেরে যায় তারা। তবে এবার নয়ত নেভার। বিশ্বকাপ জেতার শেষ সুযোগ মেসির সামনে।
  • 4/8

২০১৪ সালেও ফাইনালে উঠেছিল মেসির আর্জেন্টিনা। তবে সেবার জার্মানির বিরুদ্ধে ফাইনালে হেরে যায় তারা। তবে এবার নয়ত নেভার। বিশ্বকাপ জেতার শেষ সুযোগ মেসির সামনে।
 

যদিও মেসির চোটের খবর কিছুটা চিন্তায় রেখেছে আর্জেন্টাইন সমর্থকদের। অনুশীলনেও দেখা যায়নি তাঁকে। তবে তাদের আশা, ফাইনালের আগে ঠিক সুস্থ হয়ে উঠবেন মেসি।
  • 5/8

যদিও মেসির চোটের খবর কিছুটা চিন্তায় রেখেছে আর্জেন্টাইন সমর্থকদের। অনুশীলনেও দেখা যায়নি তাঁকে। তবে তাদের আশা, ফাইনালের আগে ঠিক সুস্থ হয়ে উঠবেন মেসি।  
 

রবিবার রাত সাড়ে আটটায় শুরু হচ্ছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ফাইনালের আগে দারুণ ছন্দে রয়েছেন মেসি। এবারের বিশ্বকাপে ইতিমধ্যেই ৫টি গোল হয়ে গিয়েছে তাঁর। পাঁচটি গোল করে ফেলেছেন এমবাপেও।
  • 6/8

রবিবার রাত সাড়ে আটটায় শুরু হচ্ছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ফাইনালের আগে দারুণ ছন্দে রয়েছেন মেসি। এবারের বিশ্বকাপে ইতিমধ্যেই ৫টি গোল হয়ে গিয়েছে তাঁর। পাঁচটি গোল করে ফেলেছেন এমবাপেও (Kylian Mbappe)।

কারা শেষ হাসি হাসবেন? আবারও কী বিশ্বকাপ নিয়ে যাবে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স? না কি এবার স্বপ্নপূরণ হবে মেসির? উত্তর পাওয়া যাবে কালই।
  • 7/8

কারা শেষ হাসি হাসবেন? আবারও কী বিশ্বকাপ নিয়ে যাবে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স? না কি এবার স্বপ্নপূরণ হবে মেসির? উত্তর পাওয়া যাবে কালই। 
 

সেই কলকাতাই এখন চাইছে, বিশ্বকাপ জিতে কেরিয়ার শেষ করুন মেসি। শহর বলে শুধু নয়, বাংলার আর্জেন্টিনা সমর্থকরা প্রার্থনা করছেন, মেসির হাতেই যেন ওঠে বিশ্বকাপ।
  • 8/8

সেই কলকাতাই এখন চাইছে, বিশ্বকাপ জিতে কেরিয়ার শেষ করুন মেসি। শহর বলে শুধু নয়, বাংলার আর্জেন্টিনা সমর্থকরা প্রার্থনা করছেন, মেসির হাতেই যেন ওঠে বিশ্বকাপ।