scorecardresearch
 
Advertisement
খেলা

LSG vs KKR, IPL 2022: LSG-র বিরুদ্ধে হার, প্লে অফে যেতে পারবে KKR? PHOTOS

লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে শনিবার দ্বিতীয় ম্যাচে হেরে গেলেন শ্রেয়াস আইয়াররা।
  • 1/10

লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে শনিবার দ্বিতীয় ম্যাচে হেরে গেলেন শ্রেয়াস আইয়াররা।
 

কেএল রাহুলদের বিরুদ্ধে ৭৫ রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৫ রান করে লখনউ।
  • 2/10

কেএল রাহুলদের বিরুদ্ধে ৭৫ রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৫ রান করে লখনউ।
 

জবাবে ব্যাট করতে নেমে ১৪ ওভার ৩ বলে ১০১ রানেই শেষ হয়ে যায় কেকেআর-এর ইনিংস। আন্দ্রে রাসেল ছাড়া ব্যর্থ সকলেই। মাত্র ১৯ বলে ৪৫ রান করেন রাসেল।
  • 3/10

জবাবে ব্যাট করতে নেমে ১৪ ওভার ৩ বলে ১০১ রানেই শেষ হয়ে যায় কেকেআর-এর ইনিংস। আন্দ্রে রাসেল ছাড়া ব্যর্থ সকলেই। মাত্র ১৯ বলে ৪৫ রান করেন রাসেল।
 

Advertisement
রাসেল বল হাতেও সফল। ৩ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। তবে শ্রেয়াস কী কারণে তাঁকে চতুর্থ ওভার বল করতে ডাকলেন না সেটাই রহস্য।
  • 4/10

রাসেল বল হাতেও সফল। ৩ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। তবে শ্রেয়াস কী কারণে তাঁকে চতুর্থ ওভার বল করতে ডাকলেন না সেটাই রহস্য।
 

১৮ তম ওভারে বল করতে এসে মার্কাস স্টয়নিসের উইকেট পেলেও তিনটি ছয় খান শিভম মাভি। এখানেই শেষ নয়, এরপর ব্যাট করতে আসা জেসন হোল্ডারও ব্বাকি দুই বলে দুটি ছক্কা মারেন। ৩০ রান খান মাভি।
  • 5/10

১৮ তম ওভারে বল করতে এসে মার্কাস স্টয়নিসের উইকেট পেলেও তিনটি ছয় খান শিভম মাভি। এখানেই শেষ নয়, এরপর ব্যাট করতে আসা জেসন হোল্ডারও ব্বাকি দুই বলে দুটি ছক্কা মারেন। ৩০ রান খান মাভি।
 

৪ ওভার বল করে ৫০ রান দিয়ে ফেলেন মাভি। আর এতেই সমস্যায় পড়ে কেকেআর। যে স্কোর একটা সময় ১৬০ রানে পৌঁছবে কি না তা নিয়ে সংশয় ছিল, তা চলে যায় ১৭৬ রানে।
  • 6/10

৪ ওভার বল করে ৫০ রান দিয়ে ফেলেন মাভি। আর এতেই সমস্যায় পড়ে কেকেআর। যে স্কোর একটা সময় ১৬০ রানে পৌঁছবে কি না তা নিয়ে সংশয় ছিল, তা চলে যায় ১৭৬ রানে।
 

শুধু এই ম্যাচে হারা নয়, এই মরশুমে নাইটদের প্লে অফে যাওয়ার আশাও প্রায় শেষ। অঙ্কের বিচারেও সুযোগ নেই শ্রেয়াসদের।
  • 7/10

শুধু এই ম্যাচে হারা নয়, এই মরশুমে নাইটদের প্লে অফে যাওয়ার আশাও প্রায় শেষ। অঙ্কের বিচারেও সুযোগ নেই শ্রেয়াসদের। 

Advertisement
শনিবারের বড় ব্যবধানে জয়ের পরে লিগ টেবিলের মগডালে লখনউ। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট রাহুলদের।
  • 8/10

শনিবারের বড় ব্যবধানে জয়ের পরে লিগ টেবিলের মগডালে লখনউ। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট রাহুলদের।
 

সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট গুজরাতের। এই দুই দলের প্লে অফে যাওয়া প্রায় পাকা।
  • 9/10

সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট গুজরাতের। এই দুই দলের প্লে অফে যাওয়া প্রায় পাকা। 
 

এই অবস্থায় কেকেআরকে শেষ চারে যেতে হলে দিল্লি, রাজস্থান,ব্যাঙ্গালোর,হায়দরাবাদ ও পঞ্জাবকে বাকি সবকটা ম্যাচ হারতে হবে। যা অসম্ভব।
  • 10/10

এই অবস্থায় কেকেআরকে শেষ চারে যেতে হলে দিল্লি, রাজস্থান,ব্যাঙ্গালোর,হায়দরাবাদ ও পঞ্জাবকে বাকি সবকটা ম্যাচ হারতে হবে। যা অসম্ভব।  

Advertisement