৪৯ তম জন্মদিনে দেশজুড়ে শুভেচ্ছার বন্যা সৌরভকে। তার মধ্যে তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে উপহার। পাল্টা উপহার দিলেন সৌরভও।
টুইটারে তাঁকে শুভেচ্ছা জানান বিরাট কোহলি, মহম্মদ কাইফ, যুবরাজ সিং, হরভজন সিং, ওয়াসিম জাফর থেকে বহু প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার। শুভেচ্ছা জানান বিনোদন ও অন্য খেলার জগতের বহু মানুষ।
সৌরভের বাড়ির সামনে এদিন জড়ো হন বেশ কয়েকজন ভক্ত। কারও হাতে সৌরভের হাতে আঁকা ছবি, কেউ ভারতীয় তেরঙায় নিজের শরীর রাঙিয়ে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
কেউ সুর তুলে সৌরভের জন্মদিনে শ্রদ্ধা জানাচ্ছেন। সব মিলিয়ে জমজমাট প্রাক্তন ভারত ক্রিকেট অধিনায়ক তথা বিসিআই সভাপতির জন্মদিন।
তাতে বাড়তি মাত্রা জুড়ে দিয়েছেন খোদ রাজ্যের সর্বময় কর্ত্রী। সশরীরে হাজির হয়ে পড়েছেন দাদার বাড়িতে। শুভেচ্ছা বিনিময়ের পর সৌরভের হাতে তুলে দিয়েছেন উপহার। পাল্টা সৌরভও আতিথেয়তা কম করেননি। মুখ্যমন্ত্রীকে রিটার্ন গিফটে দিয়েছেন শাড়ি।
সৌরভের মা, স্ত্রীয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডাও দেন মুখ্য়মন্ত্রী। ঘরোয়া পরিবেশে শুধুই কুশল বিনিময় ও হালকা কথাবার্তা বলে জানা গিয়েছে। আচমকা মুখ্যমন্ত্রীর আগমনে সৌরভের বাড়ি তো বটেই গোটা এলাকা চঞ্চল হয়ে উঠেছিল।
সৌরভের বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটান মমতা। সৌরভের শারীরিক সমস্য়ার কথা জানতে চান। খোঁজ নেন মায়ের স্বাস্থ্যেরও।
কালীঘাট থেকে বেহালার দূরত্ব খুব কাছে হলেও এতদিন আসা হয়নি। বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন তাও এক দশক হল। মাঝে সৌরভ হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দেখতে ছুটে গিয়েছিলেন হাসপাতালে।
তবু বাড়িতে আসা হয়নি। এবার আর সে সুযোগ মিস করলেন না। সৌরভও কলকাতায়। মুখ্যমন্ত্রীরও এদিন ছিলেন হালকাই। তাই এবার আর সুযোগ ছাড়েননি।
সোজা শুভেচ্ছা জানাতে হাজির হয়ে যান বেহালার বাড়িতে। প্রথমবার মুখ্যমন্ত্রী এদিন বাড়িতে এলে সৌরভ বাড়ির ভিতর ঘুরিয়ে দেখান মুখ্যমন্ত্রীকে।
মুখ্যমন্ত্রীও সোৎসাহে তা দেখতে চান। এদিন প্রশাসনিক মোড়ক সরিয়ে রেখে মুখ্য়মন্ত্রী সৌরভের বাড়িতে গিয়েছিলেন শুধুই ফ্যান বা শুভাকাঙ্খীর ইমেজ নিয়ে।
এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের তরফ থেকে কেক কাটা হয় সৌরভের ভার্চুয়াল উপস্থিতিতে। ভিডিও কলে সৌরভ যোগ দেন তাঁদের সঙ্গে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে গৌতম গোস্বামী জানান, দিনভর নাচ-গান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় প্রিয় মহারাজের জন্মদিন। খাওয়া-দাওযার আয়োজনও করা হয় কোভিড বিধি মেনে।
পাশাপাশি এদিন বালুরঘাটের বেশ কিছু কৃতী খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়। দিনভর চলে হুল্লোড়-অনুষ্ঠান। সৌরভ গঙ্গোপাধ্যায় কথা দেন পরে সশরীরে কোনও এক সময় সব স্বাভাবিক হলে বালুরঘাট ঘুরে যাবেন।
সৌরভের বাড়ির সামনেও এদিন ভক্তদের জটলা ছিল। অনেকেই সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে নানারকমভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তবে ভক্তি ও ভালবাসায় কোনও খাদ ছিল না।
শিলিগুড়িতেও সৌরভ ভক্তরা কেক কেটে সৌরভের জন্মদিন পালন করেন। শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে নিজেরা সৌরভের ছবির ব্যানার টাঙিয়ে কেক কাটেন।