scorecardresearch
 
Advertisement
খেলা

আরও একটা সুযোগ পাওয়া উচিত পৃথ্বীর, মনে করছেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার

পৃথ্বী শ
  • 1/6

অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মাইকেল হাসি মনে করেন, এই মুহূর্তে পৃথ্বী শ'য়ের পাশেই দাঁড়ানো উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে মেলবোর্ন টেস্ট। সেই টেস্ট ম্যাচে ভারতের চূড়ান্ত একাদশে পৃথ্বীকে জায়গা দেওয়া উচিত বলেই মনে করেন তিনি।

পৃথ্বী শ
  • 2/6

ক্রিকইনফো'কে মাইকেল হাসি বললেন, "আমার মনে হয় পৃথ্বীর উপরে এখনও নির্বাচকদের ভরসা রাখা উচিত। হ্যাঁ, হতে পারে যে অ্যাডিলেড টেস্ট ম্যাচে ও রান পায়নি। কিন্তু, এই উইকেটে অস্ট্রেলিয়ার অসাধারণ বোলিংয়ের সামনে দাঁড়ানোটা যথেষ্ট কঠিন ব্যাপার।"

পৃথ্বী শ
  • 3/6

মাইকেল হাসি এরপর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জো বার্নসের উদাহরণ টেনে বলেন, "প্রথম শ্রেণীর ক্রিকেটে জো বার্নসের ব্যাটিং গড় সাতেরও কম। কিন্তু, নির্বাচকেরা ওর উপরে ভরসা দেখাতে পেরেছে।"

Advertisement
পৃথ্বী শ
  • 4/6

মাইকেল হাসি বললেন, "ম্যাচের প্রথম ইনিংসে তো ও তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল। কিন্তু, তারপর ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস আবার ফেরত পেয়েছে। নিজেকে ঘষেমেজে তৈরি করেছে। এরপর এই ক্রিকেটারটাই অন্যবদ একটা হাফসেঞ্চুরি করে ম্যাচটা শেষ করল।"

পৃথ্বী শ
  • 5/6

মাইকেল হাসি আরও বললেন, "এখন পৃথ্বীর আশু কর্তব্য হল, ব্যাটসম্যান হিসেবে ওর আসল চরিত্রটা খুঁজে বের করা। নিজের উপরে বিশ্বাস রাখা এবং নিজেই নিজেকে সমর্থন করা। মেলবোর্নের উইকেট ওর কাছে অনেকটাই সহজ হবে। নিশ্চিতভাবে বলা যায়, ওখানে এতটা গতি এবং বাউন্স থাকবে না। সেক্ষেত্রে পৃথ্বী নিজের প্রতিভা ওখানে জাহির করতেই পারে।"

পৃথ্বী শ
  • 6/6

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলতি চার ম্যাচের টেস্ট সিরিজ়ের দ্বিতীয় ম্যাচটি আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। অ্যাডিলেডে আয়োজিত দিন-রাতের টেস্ট ম্যাচে হেরে গেছে ভারত। সিরিজ়ে এখন তারা ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে।

Advertisement