scorecardresearch
 
Advertisement
খেলা

PHOTOS: রাজকীয় সংবর্ধনা! মন্ত্রীর সঙ্গে পিৎজায় মজলেন মীরাবাই

2
  • 1/8

ভারতের তিনি একমাত্র গর্ব। এখনও পর্যন্ত টোকিও অলিম্পিকে ভারতের হয়ে একমাত্র মেডেল এনেছেন ওয়েটলিফ্টার মীরাবাই চনু। ইতিমধ্যেই মীরাবাই ফিরে এসেছেন ভারতে। টোকিওতে অলিম্পিকে দুরন্ত পারফরম্যান্স দিয়ে তিনি ফিরেছেন ভারতে। তাঁকে জমকালো ভাবে স্বাগত জানানো হয়েছে বিভিন্ন সরকারি দফতর তরফে।

3
  • 2/8

শুধু সরকারি দফতরই নয় মীরাবাই চনুকে স্বাগত জানাতে এয়ারপোর্টে হাজির ছিলেন কর্তারা। শুধু কর্তারাই নয় হাজির ছিলেন অসংখ্য পরিমাণে তাঁর ভক্তেরা। তবে কোভিডের কারণে সেভাবে উদযাপন করা যায়নি এই সিলভার জয়।

5
  • 3/8

তবে এরই মাঝে অন্যরকমের সেলিব্রেশন হয়েছে দিল্লিতে। ভারত সরকারের মন্ত্রীরা ও সরকারের তরফে বিভিন্ন ভাবে সম্মান জানানো হয়েছে মীরাবাই চনু ও তাঁর কোচ বিজয় শর্মাকে। মন্ত্রকের তরফে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীশীথ প্রামাণিক থেকে শুরু করে অনুরাগ ঠাকুর, কিরেণ রিজিজুরা।

Advertisement
6
  • 4/8

দেশের হয়ে অলিম্পিকে পদক জেতা অন্যতম সম্মানের বিষয়। কারণ তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন গোটা বিশ্বের সামনে। তাঁকে সেই কারণে অতিরিক্ত পুলিশ সুপার পদে নিয়োগ করেছে মণিপুর পুলিশ। একই সঙ্গে এক কোটি টাকা পেয়েছেন তিনি।

7
  • 5/8

শুধু তাই নয় মীরবাই চনু সিলভার মেডেল এনে জমকালো সংবর্ধনা পেয়েছেন দিল্লিতেও। তাঁকে সোনার থালা উপহার দেওয়া হয়েছে। তাঁর কোচকেও সেই থালা সম্মানের সঙ্গে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ফুল সহ বিভিন্ন জিনিস।

1
  • 6/8

মীরবাই চনু সবার প্রথমে মেডেল জয় করে নিজের ডায়েট ভাঙতে চেয়েছিলেন। এই মেডেল পিছনে ছিল বিভিন্ন ধরনের ত্যাগ। ফলে খেতে পারতেন না কোনও ধরনের খাওয়ারও। তাঁর প্রিয় পিৎজাও খেতে পারতেন না। অবশেষে পিৎজাতে ডুব দিলেন মীরবাই সোমবার। মন্ত্রী কিরেণ রিজিজুর সঙ্গে পিৎজা খেলেন তিনি।

4
  • 7/8

একই সঙ্গে তাঁকে ফ্রি-তে আজীবন পিৎজা দেবেন ডোমিনোজ সে কথা জানিয়ে ছিলে পিৎজা সংস্থা। এবার দিল্লিতে পৌঁছতেই তাঁকে পিৎজা পাঠালো ডোমিনোজ। ভারতকে গর্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাবে ও আরও গর্ববোধ করাবেন মীরাবাই সেই কথা এখন সবাই বলছেন।

Advertisement
8
  • 8/8

টোকিওতে চলমান অলিম্পিক থেকে রুপোর পদক জিতে দেশে ফিরলেন মীরাবাই চনু। দিল্লী বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়েছিল। ভক্তরা ভারত মাতার জয় বলে স্বাগত জানিয়েছেন। ভক্তরা বিমানবন্দর ছাড়ার আগে মীরাবাইয়ের অপেক্ষায় ছিলেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কিরণ রিজিজু, জি কিশান রেড্ডি, নীশিত প্রামানিক, অনুরাগ ঠাকুর সহ অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Advertisement