scorecardresearch
 
খেলা

Mohammed Shami Hasin Jahan: ১০ লাখ টাকা খোরপোশ চাইবেন হাসিন! কীভাবে তাঁর সঙ্গে শামির প্রেম বদলে গেল তিক্ততায়?

ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামির (Mohammed Shami) বিবাহ বিচ্ছেদ মামলায় রায় জানিয়েছে আলিপুর ফার্স্ট ট্র্যাক কোর্ট। তাঁর স্ত্রী হাসিন জাহানকে (Hasin Jahan) মাসে এক লক্ষ ৩০ হাজার টাকা করে খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
  • 1/8

ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামির (Mohammed Shami) বিবাহ বিচ্ছেদ মামলায় রায় জানিয়েছে আলিপুর ফার্স্ট ট্র্যাক কোর্ট। তাঁর স্ত্রী হাসিন জাহানকে (Hasin Jahan) মাসে এক লক্ষ ৩০ হাজার টাকা করে খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 
 

মেয়ের পড়াশুনা সহ অন্যান্য খরচ বাবদ ৮০ হাজার টাকা আর হাসিনের খোরপোশ বাবদ আরও ৫০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আলিপুর কোর্টের বিচারপতি অনিন্দিতা গঙ্গোপাধ্যায়।
  • 2/8

মেয়ের পড়াশোনা সহ অন্যান্য খরচ বাবদ ৮০ হাজার টাকা আর হাসিনের খোরপোশ বাবদ আরও ৫০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আলিপুর কোর্টের বিচারপতি অনিন্দিতা গঙ্গোপাধ্যায়। 
 

শামি ও হাসিন জাহানের প্রেম শুরু হয় ২০১১ সালে। সেই সময় হাসিন জাহান আইপিএলে-এ (IPL) চিয়ারলিডার ছিলেন।  এরপর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের চিয়ারলিডার হন হাসিন জাহান।
  • 3/8

শামি ও হাসিন জাহানের প্রেম শুরু হয় ২০১১ সালে। সেই সময় হাসিন জাহান আইপিএলে-এ (IPL) চিয়ারলিডার ছিলেন।  এরপর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের চিয়ারলিডার হন হাসিন জাহান।
 

এখান থেকেই শামি ও হাসিন জাহানের প্রেমের গল্প শুরু হয়। ২০১৪ সালে বিয়ে করেন তাঁরা। এরপর মডেলিং ছেড়ে দেন হাসিন জাহান। তবে চার বছর একসঙ্গে থাকার পর,  ২০১৮ সালে সম্পর্কে তিক্ততা দেখা দেয়। ভারতীয় দলের পেসারের বিরুদ্ধে হাসিন জাহান নানা গুরুতর অভিযোগ করেন। গা
  • 4/8

এখান থেকেই শামি ও হাসিন জাহানের প্রেমের গল্প শুরু হয়। ২০১৪ সালে বিয়ে করেন তাঁরা। এরপর মডেলিং ছেড়ে দেন হাসিন জাহান। তবে চার বছর একসঙ্গে থাকার পর,  ২০১৮ সালে সম্পর্কে তিক্ততা দেখা দেয়। ভারতীয় দলের পেসারের বিরুদ্ধে হাসিন জাহান নানা গুরুতর অভিযোগ করেন। গার্হস্থ্য হিংসা, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক এবং ম্যাচ ফিক্সিং সহ নানা অভিযোগ তোলেন তিনি। 
 

২০১৮ সালেই ফের হাসিন জাহান তাঁর পেশায় পা রাখেন। আদালতে মাসে ১০ লক্ষ টাকা ভরণপোষণের জন্য আবেদন জানিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন হাসিন। ৭ লক্ষ টাকা তাঁর নিজের ভরণপোষণ এবং ৩ লক্ষ টাকা তাঁর মেয়ের পড়াশুনা ও অন্যান্য খরচের জন্য দাবি করেন হাসিন।
  • 5/8

২০১৮ সালেই ফের হাসিন জাহান তাঁর পেশায় পা রাখেন। আদালতে মাসে ১০ লক্ষ টাকা ভরণপোষণের জন্য আবেদন জানিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন হাসিন। ৭ লক্ষ টাকা তাঁর নিজের ভরণপোষণ এবং ৩ লক্ষ টাকা তাঁর মেয়ের পড়াশুনা ও অন্যান্য খরচের জন্য দাবি করেন হাসিন। 
 

তাঁর আইনজীবী মৃগাঙ্ক মিস্ত্রি আদালতে দাবি করেছিলেন, '২০২২ সাল পর্যন্ত শামির আয় ছিল বছরে ৭ কোটি টাকা। ফলে সেখান থেকে প্রতি মাসে ১০ লক্ষ টাকা খুব বেশি নয়।
  • 6/8

তাঁর আইনজীবী মৃগাঙ্ক মিস্ত্রি আদালতে দাবি করেছিলেন, '২০২২ সাল পর্যন্ত শামির আয় ছিল বছরে ৭ কোটি টাকা। ফলে সেখান থেকে প্রতি মাসে ১০ লক্ষ টাকা খুব বেশি নয়। 
 

এ বিষয়ে শামির আইনজীবী সেলিম রেহমান দাবি করেন, হাসিন জাহান নিজেই আয় করছেন। তিনি একজন পেশাদার ফ্যাশন মডেল। তাই তাঁর ভরণপোষণ নিয়ে প্রশ্নই ওঠে না। এই সমস্ত বিষয় মাথায় রেখেই, আদালত প্রতি মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা ভরণপোষণের জন্য দেওয়ার নির্দেশ দিয়েছে।
  • 7/8

এ বিষয়ে শামির আইনজীবী সেলিম রেহমান দাবি করেন, হাসিন জাহান নিজেই আয় করছেন। তিনি একজন পেশাদার ফ্যাশন মডেল। তাই তাঁর ভরণপোষণ নিয়ে প্রশ্নই ওঠে না। এই সমস্ত বিষয় মাথায় রেখেই, আদালত প্রতি মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা ভরণপোষণের জন্য দেওয়ার নির্দেশ দিয়েছে। 
 

তবে এতে খুশি নন হাসিন। তিনি আরও বেশি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন করবেন বলে জানিয়ে দিয়েছেন, তবে কবে এই আবেদন করবেন সেই বিষয় এখনও কিছুই জানাননি তিনি।
  • 8/8

তবে এতে খুশি নন হাসিন। তিনি আরও বেশি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন করবেন বলে জানিয়ে দিয়েছেন, তবে কবে এই আবেদন করবেন সেই বিষয় এখনও কিছুই জানাননি তিনি।