scorecardresearch
 
Advertisement
খেলা

Shilton Paul and Shayana Mondal: বাবা হলেন গোলকিপার শিল্টন, পুত্র সন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী

বাবা হলেন শিল্টন পাল (Shilton Paul)। রবিবার সকালে পুত্র সন্তানের জন্ম দেন এই দম্পতি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম হয়।
  • 1/10

বাবা হলেন শিল্টন পাল (Shilton Paul)। রবিবার সকালে পুত্র সন্তানের জন্ম দেন এই দম্পতি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম হয়।
 

ফেসবুকে এই খবর জানান, শিল্টন নিজেই। এই মরশুমে চার্চিল ব্রাদার্সের হয়ে আইলিগে খেলেছেন শিল্টন।
  • 2/10

ফেসবুকে এই খবর জানান, শিল্টন নিজেই। এই মরশুমে চার্চিল ব্রাদার্সের হয়ে আইলিগে খেলেছেন শিল্টন।

 

চার্চিলে যাওয়ার আগে দীর্ঘদিন মোহনবাগানের হয়ে খেলেছেন এই গোলরক্ষক। সত্যজিৎ চট্টোপাধ্যায় ও সুব্রত ভট্টাচার্যের পর তিনিই মোহনবাগানের হয়ে সবচেয়ে বেশী ম্যাচ খেলেছেন।
  • 3/10

চার্চিলে যাওয়ার আগে দীর্ঘদিন মোহনবাগানের হয়ে খেলেছেন এই গোলরক্ষক। সত্যজিৎ চট্টোপাধ্যায় ও সুব্রত ভট্টাচার্যের পর তিনিই মোহনবাগানের হয়ে সবচেয়ে বেশী ম্যাচ খেলেছেন।

Advertisement
মোহনবাগানের জার্সিতে দু'টো আই লিগ জিতেছেন শিল্টন। তিনবার জিতেছেন কলকাতা লিগ। জিতেছেন আরও অনেক ট্রফি।
  • 4/10

মোহনবাগানের জার্সিতে দু'টো আই লিগ জিতেছেন শিল্টন। তিনবার জিতেছেন কলকাতা লিগ। জিতেছেন আরও অনেক ট্রফি।
 

২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রেমিকা সায়না মন্ডলকে বিয়ে করেন শিল্টন। ডার্বিতে ভাল খেলার শর্তে মিলেছিল সায়নার ফোন নম্বর। সেখান থেকেই পথ চলা শুরু করেন শিল্টন ও সায়না।
  • 5/10

২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রেমিকা সায়না মন্ডলকে বিয়ে করেন শিল্টন। ডার্বিতে ভাল খেলার শর্তে মিলেছিল সায়নার ফোন নম্বর। সেখান থেকেই পথ চলা শুরু করেন শিল্টন ও সায়না। 

অশোকনগরে একটি ফুটবল অ্যাকাডেমিও গড়েছেন শিল্টন। বাংলার ক্ষুদেদের গোলরক্ষক হিসেবে গড়ে তোলার দায়িত্ব তুলে নিয়েছেন বাগানের বাজপাখি।
  • 6/10

অশোকনগরে একটি ফুটবল অ্যাকাডেমিও গড়েছেন শিল্টন। বাংলার ক্ষুদেদের গোলরক্ষক হিসেবে গড়ে তোলার দায়িত্ব তুলে নিয়েছেন বাগানের বাজপাখি।

বেশ কয়েকবার প্রতিপক্ষ ক্লাব ইস্টবেঙ্গল থেকে খেলার অফার এলেও তিনি লাল-হলুদে যাননি। সবুজ-মেরুনের ঘরের ছেলে বলে পরিচিত শিল্টন।
  • 7/10

বেশ কয়েকবার প্রতিপক্ষ ক্লাব ইস্টবেঙ্গল থেকে খেলার অফার এলেও তিনি লাল-হলুদে যাননি। সবুজ-মেরুনের ঘরের ছেলে বলে পরিচিত শিল্টন।
 

Advertisement
কিছুদিন আগে ব্যারাকপুরে একটি ক্যাফেও খুলেছেন শিল্টন।
  • 8/10

কিছুদিন আগে ব্যারাকপুরে একটি ক্যাফেও খুলেছেন শিল্টন। 
 

ইস্টবেঙ্গলের জার্সি গায়ে না চাপালেও শিল্টনকে ভালবাসেন সমস্ত দলের সমর্থকরাই। রবিবার শিল্টনের দারুণ আনন্দের দিনে শুভেচ্ছা জানিয়েছেন তারাও।
  • 9/10

ইস্টবেঙ্গলের জার্সি গায়ে না চাপালেও শিল্টনকে ভালবাসেন সমস্ত দলের সমর্থকরাই। রবিবার শিল্টনের দারুণ আনন্দের দিনে শুভেচ্ছা জানিয়েছেন তারাও।

৩৩ বছর বয়সী এই গোলরক্ষক এই মরশুমেও দারুণ ফুটবল খেলেছেন। শিল্টন। চার্চিল ব্রাদার্স এই মরশুমে চার নম্বরে নিজেদের আই লিগ অভিযান শেষ করেছে গোয়ার এই দলটি।
  • 10/10

৩৩ বছর বয়সী এই গোলরক্ষক এই মরশুমেও দারুণ ফুটবল খেলেছেন। শিল্টন। চার্চিল ব্রাদার্স এই মরশুমে চার নম্বরে নিজেদের আই লিগ অভিযান শেষ করেছে গোয়ার এই দলটি।    

Advertisement