scorecardresearch
 
Advertisement
খেলা

মোহনবাগান দিবসে 'খেলা হবে' স্লোগান, বাগুইআটির রং সবুজমেরুন

মোহনবাগান দিবস উদযাপন
  • 1/6

১৬ অগাস্ট 'খেলা হবে দিবস' (Khela Hobe Diwas) উদযাপিত হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ২৯ জুলাই মোহনবাগান দিবস (Mohun Bagan Dibas)।

মোহনবাগান দিবস উদযাপন
  • 2/6

আর এই দুই মিলেমিশে একাকার হয়ে গেল বাগুইআটিতে (Baguiati)। বৃহস্পতিবার বাগুইআটি মেরিনার্সের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মোহনবাগান দিবস উদযাপন
  • 3/6

১০০ ফুটের সবুজমেরুন পতাকায় কার্যত মুড়ে ফেলা হয় বাগুইআটি সংলগ্ন ভিআইপি রোড। কচিকাঁচা থেকে বড়রা, প্রায় প্রত্যেকের গায়েই দেখা যায় সবুজমেরিন জার্সি। বাদ্যযন্ত্র সহকারে কার্যত উৎসবে মেতে ওঠেন তাঁরা।

Advertisement
মোহনবাগান দিবস উদযাপন
  • 4/6

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী তথা বিধায়ক অদিতী মুন্সি, ওয়ার্ডের কো-অর্ডিনেটর তাপস চট্টোপাধ্যায়। ছিলেন মোহনবাগানের কয়েকজন ফুটবলারও। শোনা যায় 'খেলা হবে' স্লোগানও।

মোহনবাগান দিবস উদযাপন
  • 5/6

সবুজমেরুন কেক কেটে ও মিষ্টি মুখ করে সবাই উদযাপন করেন মোহনবাগান দিবস। পাশাপাশি বিতরণ করা হয় ফুটবলও।  
 

মোহনবাগান দিবস উদযাপন
  • 6/6

প্রসঙ্গত ১৯১১ সালে এই দিনেই খালি পায়ে খেলে ইস্ট ইয়র্কশায়র রেজিমেন্টকে ১-২ গোলে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জয় করে মোহনবাগান। 

Advertisement