scorecardresearch
 
Advertisement
খেলা

FIFA World Cup 2022: মেসিদের খেলা দেখতে কাতারে মৌনি-সুরজ, সঙ্গে কারা? PHOTOS

কাতারে বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখতে গিয়েছেন মৌনি রায় (Mouni Roy)। সঙ্গী সূরজ নাম্বিয়া (Suraj Nambia)। কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মৌনি। গুঞ্জন শোনা যাচ্ছে, মৌনির সঙ্গে সম্পর্ক রয়েছে সূরজের। যদিও কেউই এই স
  • 1/7

কাতারে বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখতে গিয়েছেন মৌনি রায় (Mouni Roy)। সঙ্গী সূরজ নাম্বিয়া (Suraj Nambia)। কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মৌনি। গুঞ্জন শোনা যাচ্ছে, মৌনির সঙ্গে সম্পর্ক রয়েছে সূরজের। যদিও কেউই এই সম্পর্কের কথা এখনও স্বীকার করেননি। 
 

ফুটবল বিশ্বকাপের কোয়াটার ফাইনালের আর্জেন্টিনা ও বেদারল্যান্ডসের (Argentina vs Netherlands) ম্যাচে মৌনি এবং সুরজের সঙ্গে প্রাক্তন বিশ্বসুন্দরী মানসী চিল্লার (Manushi Chillar) এবং তাঁর বিশেষ বন্ধু তথা, ব্যবসায়ী নিখিল কামাতকে (Nikhil Kamath) দেখা গিয়েছে।
  • 2/7

ফুটবল বিশ্বকাপের কোয়াটার ফাইনালের আর্জেন্টিনা ও বেদারল্যান্ডসের (Argentina vs Netherlands) ম্যাচে মৌনি এবং সুরজের সঙ্গে প্রাক্তন বিশ্বসুন্দরী মানসী চিল্লার (Manushi Chillar) এবং তাঁর বিশেষ বন্ধু তথা, ব্যবসায়ী নিখিল কামাতকে (Nikhil Kamath) দেখা গিয়েছে। লুসেইল স্টেডিয়ামে তাঁরা গত শুক্রবার একসঙ্গে খেলা দেখেছেন।
 

ইনস্টাগ্রামে বেশকিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন মৌনি। স্টেডিয়ামে তোলা এই ছবিগুলিতে সুরজ, মানসী এবং নিখিলকে একসঙ্গে দেখা গিয়েছে। অভিনেত্রী এই ছবি এবং ভিডিয়োগুলো তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেছেন।
  • 3/7

ইনস্টাগ্রামে বেশকিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন মৌনি। স্টেডিয়ামে তোলা এই ছবিগুলিতে সুরজ, মানসী এবং নিখিলকে একসঙ্গে দেখা গিয়েছে। অভিনেত্রী এই ছবি এবং ভিডিয়োগুলো তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেছেন।
 

Advertisement
ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'ভ্যামোস আর্জেন্টিনা'। এর থেকেই বোঝা যায় তিনি আর্জেন্টিনার সমর্থক। ছবিগুলিতে মৌনি মানসি, সুরজ, নিখিলকে ট্যাগও করেছেন।
  • 4/7

ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'ভ্যামোস আর্জেন্টিনা'। এর থেকেই বোঝা যায় তিনি আর্জেন্টিনার সমর্থক। ছবিগুলিতে মৌনি মানসি, সুরজ, নিখিলকে ট্যাগও করেছেন।
 

মৌনি এবং সুরজকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যায়, অন্যদিকে মানসী একটি সাদা রঙের জাম্পস্যুট পরেছিলেন, আর নিখিলের পরনে ছিল একটি কালো টিশার্ট এবং জিন্স।
  • 5/7

মৌনি এবং সুরজকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যায়, অন্যদিকে মানসী একটি সাদা রঙের জাম্পস্যুট পরেছিলেন, আর নিখিলের পরনে ছিল একটি কালো টিশার্ট এবং জিন্স।
 

আর্জেন্টিনা এই ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছে যায়। একটা গোল নিজে করেন মেসি। আর একটা গোল করান তিনি। সব মিলিয়ে দারুণ ম্যাচ খেলেছিলেন তিনি।
  • 6/7

আর্জেন্টিনা এই ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছে যায়। একটা গোল নিজে করেন মেসি। আর একটা গোল করান তিনি। সব মিলিয়ে দারুণ ম্যাচ খেলেছিলেন তিনি।  
 

মৌনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন, ‘কিউকি সাস ভি কভি বহু’ ধারাবাহিকের মাধ্যমে । একতা কাপুরের পরিচালনায় এই ধারাবাহিক ২০০৬ সালে শুরু হয়েছিল।
  • 7/7

মৌনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন, ‘কিউকি সাস ভি কভি বহু’ ধারাবাহিকের মাধ্যমে । একতা কাপুরের পরিচালনায় এই ধারাবাহিক ২০০৬ সালে শুরু হয়েছিল। 
 

Advertisement