scorecardresearch
 
Advertisement
খেলা

পূর্বরাগের ১৪ বছর! স্মরণ সাক্ষীর, কে প্রথম কাছে এসেছিলেন?

ধোনি-সাক্ষীর প্রথম দেখা
  • 1/8

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু অগোচর হননি। শুরু থেকেই ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীর জুটি ভক্তদের নয়নের মণি। আজকের দিনটা দু'জনের কাছেই 'স্পেশাল'। এই দিনেই ১৪ বছর আগে প্রথমবার দেখা হয়েছিল ধোনি-সাক্ষীর।          
 

ধোনি-সাক্ষীর প্রথম দেখা
  • 2/8

রবিবার নিজের ইনস্টাগ্রামে ছবি ভাগ করে নিয়েছেন সাক্ষী সিং ধোনি। ছবিতে স্যুট-বুট পরে রয়েছেন ধোনি। ভারতীয় পোশাকে সেজেছেন স্ত্রী।
 

ধোনি-সাক্ষীর প্রথম দেখা
  • 3/8

সাক্ষী লিখেছেন,''আহ্লাদিত। একে অপরকে চেনাশোনার ১৪ বছর কেটে গেল। #December #JabWeMet।''

Advertisement
ধোনি-সাক্ষীর প্রথম দেখা
  • 4/8

২০১০ সালের ৪ জুলাই সাত পাকে বাঁধা পড়েন মাহি-সাক্ষী। তার আগে চুটিয়ে প্রেম করেছেন। নিকট আত্মীয়দের উপস্থিতিতে সাদামাটা বিবাহই সেরেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। দম্পতির একটি কন্যাসন্তান আছে। বাবার-মার সঙ্গে একাধিকবার দেখা গিয়েছে জীভা ধোনিকে। 

ধোনি-সাক্ষীর প্রথম দেখা
  • 5/8

বর্তমানে পরিবারের সঙ্গে জয়পুরে ছুটি কাটাচ্ছেন ধোনি। সেখানে এনসিপি নেতা প্রফুল পটেলের মেয়ের বিয়ের আসর বসেছে। অতিসম্প্রতি বিমানবন্দরে সস্ত্রীক দেখা গিয়েছিল ধোনিকে। 

ধোনি-সাক্ষীর প্রথম দেখা
  • 6/8

প্রফুল পটেলের মেয়ে পূর্ণার সঙ্গে গাঢ় বন্ধুত্ব সাক্ষীর। তাঁর বিয়েতে সপরিবারে হাজির হয়েছেন তিনি। বিবাহ অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে দেদার ছবি তুলেছেন ধোনি।

ধোনি-সাক্ষীর প্রথম দেখা
  • 7/8

চেন্নাই সুপারকিংসকে আইপিএল জেতানোর পর টি২০ বিশ্বকাপের ভারতীয় দলের মেন্টর হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে ছিটকে যায় ভারত। তবে মেন্টর হিসেবে এক পয়সাও বেতন নেননি মাহি। 
 

Advertisement
ধোনি-সাক্ষীর প্রথম দেখা
  • 8/8

আইপিএল-র মেগা নিলামের আগে এমএস ধোনিকে ধরে রেখেছে চেন্নাই সুপারকিংস। মনে করা হচ্ছে, ২০২২ সালের মরশুমে শেষবার চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করবেন। তার পর দলের সঙ্গে মেন্টর হিসেবে থাকতে পারেন চল্লিশোর্ধ্ব ধোনি। 

Advertisement