তামিলনাড়ুর সালেম থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে অবস্থিত। গ্রামের নাম চিন্নাপ্পমপট্টি। আপনারা হয়ত হালে এই গ্রামের নাম অনেকেই শুনে থাকবেন। কারণ এই গ্রাম থেকেই তো জাতীয় ক্রিকেট দলের পথটা সুপ্রশস্থ করেছেন এক তরুণ বোলার। নাম থঙ্গারাসু নটরাজন। যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, সেই সংসারে জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার স্বপ্ন, ওই বামুন হয়ে চাঁদ ধরারই সামিল। কিন্তু, সেই চাঁদটাকে অবশেষে নিজের মুঠোর মধ্যে ধরতে পেরেছেন। লক্ষ্য পূরণ হয়েছে নটরাজনের। অবশেষে তিনি টুইট করে জানালেন, "আমার স্বপ্ন সার্থক হল"।
(ছবিটি নটরাজনের টুইটার অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা হয়েছে)
চলতি অস্ট্রেলিয়া সফরে নেট বোলার হিসেবেই ভারত থেকে পাড়ি দিয়েছিলেন নটরাজন। কিন্তু, সদ্য সমাপ্ত সাদা বলের ক্রিকেট সিরিজ়ে চারটে ম্যাচ তিনি খেলে ফেলেছেন। একটা দেশলাই কাঠি জ্বলে ওঠার জন্য যেমন একটুকরো বারুদের দরকার হয়, ঠিক তেমনই একটা সুযোগের অপেক্ষায় ছিলেন তামিলনাড়ুর এই বোলার। আর সেই সুযোগেই তিনি বাজিমাত করলেন।
(ছবিটি নটরাজনের টুইটার অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা হয়েছে)
বাবা দিনমজুরের কাজ করতেন। আর মা চালাতেন ছোটোখাট একটা মাংসের দোকান। অভাব যেন সংসারের সবসময়ের সঙ্গী ছিল। অনেক সময় তো দু'বেলার খাবারটুকুও জুটত না। সেইজায়গায় ক্রিকেট খেলার স্বপ্ন দেখা ছিল নিতান্তই বাতুলতা। তবে কথায় আছে না, ইচ্ছে থাকলেই উপায় হয়। এক্ষেত্রেও যেন অনেকটা সেরকমই হল। পাঁচ বছর বয়স থেকে টেনিস বল নিয়ে হাত ঘোরানো শুরু করেন ছোট্ট থঙ্গারাসু। তারপর দেখতে দেখতে পাড়া, পাড়া ছাড়িয়ে গ্রাম, গ্রাম থেকে রাজ্য, সেখান থেকে আইপিএল, আর অবশেষে জাতীয় ক্রিকেট দল।
(ছবিটি নটরাজনের টুইটার অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা হয়েছে)
এহেন একটা স্বপ্ন সার্থক হওয়ার পর যারপরনাই অভিভূত টি নটরাজন। তিনি টুইটারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ়ের বেশ কয়েকটা ছবি পোস্ট করেন। সেখানেই ক্যাপশনে লেখেন, "বিগত কয়েকটা মাস আমি যেন স্বপ্নের মধ্যে দিয়ে দৌড়চ্ছি। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে আমার প্রথম সফর, টি-২০ সিরিজ় জয় সবমিলিয়ে একটা আলাদা অনুভূতি কাজ করছে। আমার স্বপ্নটা এতদিনে সত্যি হয়ে গেল, আর এটা একমাত্র এই চ্যাম্পিয়ন দলের পক্ষেই সম্ভব। আমি দলের প্রত্যেক সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। তাঁরা প্রতিটা মুহূর্তে আমাকে সাপোর্ট করে গেছেন, উৎসাহিত করেছেন। আপনাদের এই অপরিসীম ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি।"
The last few months have been surreal. My maiden outing with #TeamIndia and we won the T20I series. A dream come true moment made special by the champion bunch. I thank my teammates for their constant support and encouragement. Thank you everyone for your love & support 🙏 pic.twitter.com/o2yCP4RVU0
— Natarajan (@Natarajan_91) December 9, 2020
(ছবিটি নটরাজনের টুইটার অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা হয়েছে)
২০১৮ সালে আইপিএল টুর্নামেন্টে তিনি সানরাইজ়ার্স হায়দরাবাদে যোগ দেন। আর এবছর কমলা জার্সি গায়েই তিনি ১৬টি উইকেট শিকার করেছেন। তারপরই তিনি ভারতীয় ক্রিকেট নির্বাচকদের নজরে পড়ে যান। নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়া সফরে পাঠানো হয়। কিন্তু, ভাগ্য যদি সঙ্গে থাকে তাহলে কী না হতে পারে। প্রথমে তো কলকাতা নাইট রাইডার্স দলের মিস্ট্রি বোলার বরুণ চক্রবর্তী চোট পেলেন। তারপর চোট পেলেন নভদীপ সাইনি। এরপর নটরাজন ছাড়া ভারতীয় ক্রিকেট দলের কাছে আর কোনও বিকল্প ছিল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ়ের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়।
(ছবিটি নটরাজনের টুইটার অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা হয়েছে)
ভারতীয় ক্রিকেট দলে টি নটরাজন সুযোগ পাওয়ার পর শুভেচ্ছা জানিয়েছে অজ়ি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
(ছবিটি নটরাজনের টুইটার অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা হয়েছে)
অভিষেক ম্যাচেই নটরাজন জোড়া উইকেট শিকার করে নেন। এরপর ভারতীয় ক্রিকেট দল সিদ্ধান্ত নেয় যে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে। সেখানে সুযোগ পেয়ে যান নটরাজন। তিনি তিনটে টি-২০ ম্যাচে ছ'টি উইকেট শিকার করেছেন। এরপর গ্লেন ম্যাকগ্রা এবং হরভজন সিংয়ের মতো তারকা ক্রিকেটাররা তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
(ছবিটি নটরাজনের টুইটার অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা হয়েছে)