Advertisement
খেলা

PHOTOS: জমকালো সংবর্ধনা! মেডেল জয় করে তৃপ্ত নীরজ থেকে বজরং

  • 1/8

রাজকীয় সংবর্ধনা দেওয়া হল মেডেল জয়ী অ্যাথলিটদের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রতিটি মেডেল জয়ী অ্যাথলিট। উপস্থিত ছিলেন ভারতীয় হকি মহিলা দল সহ অন্যান্য অ্যাথলিটরা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী নীশিত প্রামাণিক সহ কিরেন রিজিজু।

  • 2/8

মঞ্চে ছিলেন ভারতের পদক জয়ী ৪ অ্যাথলিট সহ ভারতীয় হকি দলের অধিনায়ক। একই সঙ্গে সেই হলেই হাজির ছিল গোটা হকি দলেও। একই সঙ্গে ছিল মহিলা হকি দলও।

  • 3/8

বজরং পুনিয়াকে দিয়ে বরণ করে নিয়ে সংবর্ধনা শুরু করে কেন্দ্রীয় মন্ত্রক। সংবর্ধনা দেওয়া শুরু পুনিয়াকে দিয়ে। একে একে বাকিদের সংবর্ধিত করা হয়।

Advertisement
  • 4/8

লভলিনা বরগোঁহেইনকে তারপর সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে একে রবি দাহিয়া ও হকি দলকে সংবর্ধিত করা হয় সোমবার।

  • 5/8

সংবর্ধনা দেওয়া হয় একমাত্র সোনা জয়ী নীরজ চোপড়াকে। নীরজকে ঘিরে একটা অন্যরকম পরিবেশ ছিল। গোল্ডেন বয়কে নিয়ে একটা আলাদা উত্তেজনা ছিল সোমবার।
 

  • 6/8

আপ্লুত ভারতীয় অলিম্পিকে গোল্ড মেডেল জয়ী নীরজ চোপড়া। সরকারি অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়ার সময় তিনি বলেন, 'এটা একটা দারুণ লড়াই ছিল। আমি মেডেল চেয়েছিলাম। মেডেল ছাড়া আর কিছু বুঝি না। খুব ভালো হয়েছে। নিজের ওপর বিশ্বাস ছিল।' 

  • 7/8

সংবর্ধিত হন সোনার ছেলে নীরজ চোপড়া। নীরজ চোপড়া দেখালেন নিজের মেডেল। একই সঙ্গে তাঁকে আশির্বাদ ও অভিনন্দন দিলেন মন্ত্রীরাও। একই সঙ্গে তিনি নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন এই অনুষ্ঠানে।

Advertisement
  • 8/8

এরপর আর মাত্র ৩ বছরের অপেক্ষা। তিন বছর পরই অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে। আর আসন্ন অলিম্পিকে সবাই নিজেদের সেরাটা দেওয়ার কথাই জানিয়েছে এই অনুষ্ঠানে। আগামী দিনের জন্য প্রস্তুতি শুরু করতে চান সবাই।

Advertisement