scorecardresearch
 
Advertisement
খেলা

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে সুযোগ, 'রিচা'র, শহর ঢাকলো রিচার ব্যানারে

রিচার সাফল্য
  • 1/9

শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেললেও এতদিন একদিবসীয় এবং টেস্ট দলের দরজা তাঁর কাছে অধরা ছিল।
 

রিচার সাফল্য
  • 2/9

শেষমেষ সব ফরম্যাটে তাঁকে বিবেচনা করলেন জাতীয় নির্বাচকরা। ফলে খুশির হাওয়া শিলিগুড়িতে। দীর্ঘদিন পর ভারতীয় দলের সব ফরম্যাটে সুযোগ পেয়েছেন ঘরের মেয়ে।

রিচার সাফল্য
  • 3/9

এর আগে ঋদ্ধিমান সাহা টেস্ট-ওয়ানডে-টি২০ ম্যাচে সুযোগ পেলেও দীর্ঘদিন ধরেই তিনি শুধুমাত্র টেস্টের জন্য বিবেচিত হচ্ছেন। ফলে রিচার সব দলেই সুযোগ পাওয়াতে বাড়তি খুশি শহরে।

Advertisement
রিচার সাফল্য
  • 4/9

শিলিগুড়ির ক্রিকেটপ্রেমী সংগঠন শিলিগুড়ি ক্রিকেট লাভার্স (Cricket -lovers) ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে শুভেচ্ছা জানাতে এবং শহরের অন্যান্য মেয়েদের সব ক্ষেত্রে উৎসাহ দিতে তারা শহরজুড়ে ব্যানার লাগিয়ে প্রচার করছেন।

রিচার সাফল্য
  • 5/9

শিলিগুড়ির বিভিন্ন এলাকায় ব্যানার লাগিয়ে রিচাকে শুভেচ্ছা জানানো হয়েছে cricket-lovers দের সভাপতি মনোজ ভার্মা জানিয়েছেন, আমরা বরাবরই সংগঠনের পক্ষ থেকে মহিলাদের খেলাধুলায় উৎসাহ দিই।

রিচার সাফল্য
  • 6/9

এর আগে আমরা নিজেরাই গোটা রাজ্যের বিভিন্ন ক্লাবকে নিয়ে শিলিগুড়িতে মহিলা ক্রিকেট টুর্নামেন্ট করেছি। পাশাপাশি অলিম্পিকে মহিলাদের সাফল্যে আমরা খুশি হয়েছি এবং উদযাপন করেছি।

রিচার সাফল্য
  • 7/9

রিচার জাতীয় দলে সব ফরম্যাটের সুযোগ পাওয়ার ফলে আমরা ব্যানার লাগিয়েছি একটাই উদ্দেশ্যে, যে তার সাফল্য সবাই জানুক এবং মহিলারাও আরও বেশি করে খেলাধুলায় এগিয়ে আসুক।

 

Advertisement
রিচার সাফল্য
  • 8/9

শুধু ক্রিকেট নয় অন্যান্য যে কোনও খেলাতেই মহিলারা এগিয়ে আসলে আমরা তাদের উৎসাহ দেব। আশা করব আরও অনেক বেশি খেলোয়াড় সব ক্ষেত্রে এগিয়ে যাবে।

রিচার সাফল্য
  • 9/9

রিচার সাফল্য কামনা করার পাশাপাশি, রিচা শহরে ফিরলে তাঁকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে পৌঁছবেন বলে জানিয়েছেন তাঁরা।

Advertisement