scorecardresearch
 
Advertisement
খেলা

PHOTOS: ২০২৪ অলিম্পিক প্যারিসে! শুরু উৎসব, মেডেল জয়ীদের সংবর্ধনা

1
  • 1/8

টোকিওতে অলিম্পিক শেষ! ফলে ইতিমধ্যেই এরপর কোন দেশে অলিম্পিক হবে সেই নিয়ে শুরু হয়ে গিয়েছে উৎসব। পরের অলিম্পিক হতে চলেছে প্যারিসে। ২০২৪ সালে প্যারিসে অলিম্পিক। আর সেই নিয়েই এবার প্যারিসে আইফেল টাওয়ারের সামনে। শুধু তাই নয় সেখানে টোকিও থেকে ফিরে আসা ফ্রান্সের মেডেল জয়ী অ্যাথলিটদেরও সংবর্ধনা দেওয়া হয়।

2
  • 2/8

২০২৪ সামার অলিম্পিক ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা আর ধরে রাখা যাচ্ছে না প্যারিসকে। কারণ সেখানে ইতিমধ্যেই মানুষ সেলিব্রেশনে নেমে পড়েছেন। আসন্ন ২০২৪ সালে ২৬ জুলাই থেকে এই গেমস অনুষ্ঠিত হবে। চলবে ১১ আগস্ট পর্যন্ত।

3
  • 3/8

আইফেল টাওয়ারের কাছে একটি বিশাল জনসভায় আনন্দ করতে দেখা গিয়েছে ফ্রান্সের মানুষদের। ট্রোকাডেরো গার্ডেন্সে ফ্রান্সের জাতীয় পতাকা নিয়ে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে সবাইকে। একই সঙ্গে অলিম্পিকে পদক জয়ী ফ্রান্সের অ্যাথলিটদের নিয়েও বেশ উত্তেজনায় ফুটছিলেন মানুষ।

Advertisement
4
  • 4/8

টোকিও ২০২০ অলিম্পিক শেষ হওয়ার পরই ফ্রান্সকে একটি বড় পতাকা দেওয়া হয় অলিম্পিকের। ২০২০-র অলিম্পিকের পর এবার অলিম্পিক ২০২৪ সালে।

5
  • 5/8

টোকিওতে ক্লোজিং সেরিমনির সময় হাজির ছিলেন ফ্রান্সের প্রতিনিধিরা। আর সেখানেই অলিম্পিক কমিটির সভাপতি অলিম্পিকের ফ্ল্যাগ ফ্রান্সের হাতে টোকিও থেকে তুলে দেন।

6
  • 6/8

প্যারিসে এই অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যেখানে প্যারিসে অলিম্পিকের জন্য আইফেল টাওয়ারের মধ্যে অলিম্পিকের পতাকা লাগানো হয়েছে। ২০৬টি দেশ ফের একবার ২০২৪ সালের অলিম্পিকে অংশ নিতে আসবে।

7
  • 7/8

এবারের সামার অলিম্পিক গেমসে ১০,৫০০ জন অ্যাথলিট অংশগ্রহণ করেছিল টোকিওতে। ৩০৬টি ইভেন্ট করা হয়েছিল এই অলিম্পিকে। আগামী বছর প্যারিসে আরও বেশি প্রতিযোগি আসা করা হচ্ছে।
 

Advertisement
8
  • 8/8

ফ্রান্সের মানুষরা সবাই ভিড় জমিয়েছে আইফেল টাওয়ারে। কারণ সেখানে ইতিমধ্যেই একটা অলিম্পিক নিয়ে আয়োজন শুরু হয়ে গিয়েছে। ফলে গ্রেটেস্ট শো অফ আর্থে এবার শুরু হয়েছে নতুন করে প্রস্তুতি।

Advertisement