FIFA World Cup 2022: আর মাত্র কদিন পরে শুরু হচ্ছে ফুটবলের বিশ্বকাপ ২০২২। কাতারে হবে এবারের বিশ্বকাপ। খেলা শুরু হলে নানা রকম রেকর্ড তৈরি হবে। পুরনো রেকর্ড ভেঙে যাবে। কিন্তু এবার বিশ্বকাপে সব দলের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কিছু রেকর্ড তৈরি হয়ে গিয়েছে। তার মধ্যে রয়েছে লিওনেল মেসি থেকে টমাস মুলারও। আসুন দেখে নিই রেকর্ডগুলো।
সব থেকে বেশি বয়সী ফুটবলার
এ বারের বিশ্বকাপের সব থেকে বেশি বয়সী ফুটবলার মেক্সিকোর গোলরক্ষক আলফ্রেডো টালাভেরা। তাঁর বয়স ৪০ বছর। ১৯৮২ সালের ১৮ সেপ্টেম্বর তিনি জন্মেছেন।
সব থেকে দীর্ঘকায় ফুটবলার
নেদারল্যান্ডসের আন্দ্রেয়স নোপের্তা এ বারের বিশ্বকাপের সব থেকে দীর্ঘকায় ফুটবলার। তাঁর উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। এর চেয়ে লম্বা আর কেউ নেই।
সব থেকে বেশি ম্যাচ খেলা ফুটবলার
লিয়োনেল মেসি এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮, চারটি বিশ্বকাপে মোট ১৯টি ম্যাচ খেলেছেন তিনি। আর কোনও ফুটবলারের বিশ্বকাপে এত ম্যাচ খেলা নেই।
সব থেকে বেশি গোলদাতা
এ বারের বিশ্বকাপে যে ফুটবলাররা খেলছেন তাঁদের মধ্যে সব থেকে বেশি গোল করেছেন জার্মানির টমাস মুলার। এখন পর্যন্ত তাঁর বিশ্বকাপে গোলের সংখ্যা ১০টি।
সব থেকে বেশি গোলে সহায়তা
এই রেকর্ডের অধিকারীও টমাস মুলার। জার্মানির তারকা ফুটবলার এখনও পর্যন্ত বিশ্বকাপে ৬টি অ্যাসিস্ট করেছেন।
সব থেকে ক্ষুদ্রাকৃতি ফুটবলার
কাতার বিশ্বকাপের সব থেকে খর্বকায় ফুটবলার মরক্কোর ইলিয়াস চেয়ার। তাঁর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।