Advertisement
খেলা

Messi In Kolkata: কলকাতায় মেসির বাড়ি, ঢুকতে লাগবে ১০ টাকা, LM10 ও শাহরুখ একসঙ্গে সল্টলেক স্টেডিয়ামে কখন?

Messi In Kolkata
  • 1/12

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই কলকাতায় পা রাখতে চলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা আর ফুটবলপ্রেমী বাঙালির হার্টথ্রব লিওনেল মেসি। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত মহানগর। তবে মেসি আসার আগেই কলকাতায় তৈরি হয়ে গেল মেসির বাড়ি! অবাক হচ্ছেন? কোথায় গেলে দেখা মিলবে এই বাড়িটির? রইল হদিশ...

Messi In Kolkata
  • 2/12

৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সল্টলেকের একটি শান্ত নিস্তব্ধ পাড়ায় পা রাখলেই মনে হবে আপনি মিয়ামিতে চলে এসেছেন। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে মাত্র ১০০ মিটার দূরে সাংস্কৃতিক কমপ্লেক আইকাতানকে কলকাতার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব বদলে ফেলেছে মেসির মিয়ামির বাড়ির আদলে। দেওয়াল থেকে ছাদ, সব কিছুই সেখানে নীল-সাদা। 

Messi In Kolkata
  • 3/12

বাবা উত্তম সাহা এবং ছেলে প্রজ্ঞান সাহার মস্তিষ্কপ্রসূত এই কলকাতায় মেসির বাড়িটি। ফুটবল তথা আর্জেন্টিনার ভক্ত এই বাবা ছেলে জুটি চাইছেন, মেসি কলকাতায় এসে এমন একটি এলাকার সাক্ষী থাকুন, যেখানে তাঁর ফ্লোরিডার বাড়ির প্রতিচ্ছবি থাকবে। একটি বিশাল স্ক্রিনে দেখা যাবে মেসির সমস্ত ট্রফি জেতার মুহূর্তগুলি। 

Advertisement
Messi In Kolkata
  • 4/12

বাইরে থেকে দেখে মেসির মিয়ামির বাড়ির মতো মনে হলেও ভিতরে তৈরি করা হয়েছে সংগ্রহশালা। প্রতীকী লা লিগার শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ কাপ, কোপা আমেরিকা এবং বিশ্বকাপ ট্রফি ও সর্বোপরি ব্যালন ডি'অর গোল্ডেন বুট থাকছে সেখানে। জাদুঘর হিসেবে তৈরি করা ঘরের ছাদটি বানানো হয়েছে ৮৯৬টি ফুটবল দিয়ে। প্রতিটি ফুটবলই মেসির কেরিয়ারের একটি করে গোল। 

Messi In Kolkata
  • 5/12

রেপ্লিকা বাড়িটির মধ্যে রয়েছে একটি বিরাট LED স্ক্রিন। যেখানে মেসির দুই দশকের ফুটবল কেরিয়ারের বিশেষ বিশেষ মুহূর্তগুলি লুপে চালানো থাকবে। একটি সিংহাসনও তৈরি করা হয়েছে। যেখানে রয়েছে মেসির মূর্তি। বাবা-ছেলে জুটি আশাবাদী, মেসি তাঁর ব্যস্ত শিডিউলের মধ্যে কয়েক মিনিটের জন্য হলেও এই রেপ্লিকা বাড়িতে আসবেন। 

Messi In Kolkata
  • 6/12

নাম দেওয়া হয়েছে 'হোলা মেসি ফ্যানজোন'। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেসির এই বাড়ি। সকালে দেখার সময় ১০টা থেকে বিকেল ৪টে। মেসির ফ্যানেদের জন্য থাকবে ডিবেট, কুইজ এবং মেমরি গেম। বিকেলে মেসির বাড়ি দেখা যাবে ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত। 

Messi In Kolkata
  • 7/12

মেসির বাড়ি দেখতে গেলে খরচ করতে হবে মাত্র ১০ টাকা। এন্ট্রি ফি এত কম রাখার কারণ হিসেবে আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের কো কনভেনর স্নেহাশিস দত্ত সংবাদমাধ্যমে জানিয়েছেন, যাতে সামান্য চা দোকানি থেকে শুরু করে সবচেয়ে দামি টিকিট কেটে যুবভারতীতে যাওয়া মেসি ফ্যানেদের মধ্যে কোনও পার্থক্য না করা হয়। 

Advertisement
Messi In Kolkata
  • 8/12

৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত এই মেসির বাড়িতে আয়োজন করা হয়েছে ডিবেটের। ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ফ্যানেদের মধ্যে চিরাচরিত দড়ি টানাটানি দেখতেই এই আয়োজন। মারাদোনা বনাম পেলে কিংবা রোনাল্ডো বনাম মেসি ফ্যানেদের লড়াইও চলছে জোরদার। 

Messi In Kolkata
  • 9/12

লেকটাউনে আর্জেন্টাইন মহাতারকার একটি ৭০ ফুট উঁচু মূর্তি নির্মাণ করা হয়েছে। সেটির উদ্বোধন করবেন লিও মেসি নিজেই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজো রোমানো মেসির এই মূর্তির ছবি পোস্ট করে লিখেছেন, 'টলেস্ট মেসি স্ট্যাচু এভার।'

Messi In Kolkata
  • 10/12

শনিবার সকাল সাড়ে ১০টায় মূর্তিটি উদ্বোধন হবে। কিন্তু মেসিকে লেকটাউনে নিয়ে যাওয়া হচ্ছে না। নিরাপত্তার কথা মাথায় রেখে বাইপাসের ধারের হোটেল থেকে ভার্চুয়ালি সেই মূর্তি উদ্বোধন করবেন আর্জেন্টাইন মহাতারকা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী সুজিত বসু। তাঁর নিরাপত্তা এবং ভিড় নিয়ে কোনওরকম ঝুঁকি নিয়ে চায়নি তাই লেকটাউনে তাঁকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। 

Messi In Kolkata
  • 11/12

যুবভারতীতে ১১টার সময়ে পৌঁছবেন মেসি। তারপরই একে একে পৌঁছবেন শাহরুখ খান, মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি হুডখোলা জিপে করে যুবভারতী প্রদক্ষিণ করবেন মেসি। ফলে, যুবভারতীর যে স্ট্যান্ডেই আপনি থাকুনও না কেন, মেসির দর্শন মিলবে। 

Advertisement
Messi In Kolkata
  • 12/12

উল্লেখ্য, মেসি একলা নন, কলকাতায় তাঁর সঙ্গেই আসছেন ফুটবল তারকা লুই সুয়ারেজ এবং রড্রিগো ডি পল। 

Advertisement