scorecardresearch
 
Advertisement
খেলা

Roger Federer: টেনিসকে বিদায় জানালেন রজার, কান্নায় ভেঙে পড়লেন 'শত্রু' নাদালও

চোখের জলে টেনিস থেকে বিদায় নিলেন রজার ফেডেরার (Roger Federer)। কান্নায় ভেঙে পড়লেন তার কোর্টের 'শত্রু' রাফায়েল নাদালও (Rafael Nadal)। দুই তারকার এই আবেগঘন মুহূর্ত ছড়িয়ে পড়ল নেটমাধ্যমে। শনিবার সকালে তাই মন খারাপ টেনিস ভক্তদের। লেভার কাপ চললেও মঞ্চটা
  • 1/8

চোখের জলে টেনিস থেকে বিদায় নিলেন রজার ফেডেরার (Roger Federer)। কান্নায় ভেঙে পড়লেন তার কোর্টের 'শত্রু' রাফায়েল নাদালও (Rafael Nadal)। দুই তারকার এই আবেগঘন মুহূর্ত ছড়িয়ে পড়ল নেটমাধ্যমে। শনিবার সকালে তাই মন খারাপ টেনিস ভক্তদের। লেভার কাপ চললেও মঞ্চটা ছিল ফেডারের জন্য। 
 

পেশাদার টেনিস জীবনের শেষ ম্যাচ খেলতে নেমে আবারও দেখা গেল পরিচিত ব্যাকহ্যান্ড, ভলি, ফোরহ্যান্ড। যদিও শেষবারের মতো। আর এটাই বিষন্ন করে তুলেছে গোটা বিশ্বের টেনিস প্রেমীদের। ইউএস ওপেনের পরেই অবসর নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন রজার।
  • 2/8

পেশাদার টেনিস জীবনের শেষ ম্যাচ খেলতে নেমে আবারও দেখা গেল পরিচিত ব্যাকহ্যান্ড, ভলি, ফোরহ্যান্ড। যদিও শেষবারের মতো। আর এটাই বিষন্ন করে তুলেছে গোটা বিশ্বের টেনিস প্রেমীদের। ইউএস ওপেনের পরেই অবসর নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন রজার।


 

তবে পেশাদার কেরিয়ারে শেষ ম্যাচ জিতে টেনিসকে বিদায় জানাতে পারেননি সুইস তারকা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফ্রান্সেস টিয়াফো ও জ্যাক শকের বিরুদ্ধে ম্যাচটা হেরেই গেলেন রজার ফেডেরার ও রাফায়েল নাদাল জুটি। খেলার ফল ৪-৬ ৭-৬ (৭-২) ১১-৯।
  • 3/8

তবে পেশাদার কেরিয়ারে শেষ ম্যাচ জিতে টেনিসকে বিদায় জানাতে পারেননি সুইস তারকা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফ্রান্সেস টিয়াফো ও জ্যাক শকের বিরুদ্ধে ম্যাচটা হেরেই গেলেন রজার ফেডেরার ও রাফায়েল নাদাল জুটি। খেলার ফল ৪-৬ ৭-৬ (৭-২) ১১-৯।
 

Advertisement
ম্যাচ শেষের পর আবেগে সামলাতে পারেননি পড়েন সুইস তারকা ম্যাচ শেষ হওয়ার পর দর্শকদের অভিবাদন জানান ফেডেরার। চোখের জল ধরে রাখতে পারেনি নাদালও। কান্নায় ভেঙে পড়েন স্প্যানিশ তারকা। ২২ টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা চোখ মুছতে দেখা যায়। গত কয়েকদিনে ফেডেরারের কোর
  • 4/8

ম্যাচ শেষের পর আবেগে সামলাতে পারেননি পড়েন সুইস তারকা ম্যাচ শেষ হওয়ার পর দর্শকদের অভিবাদন জানান ফেডেরার। চোখের জল ধরে রাখতে পারেনি নাদালও। কান্নায় ভেঙে পড়েন স্প্যানিশ তারকা। ২২ টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা চোখ মুছতে দেখা যায়। গত কয়েকদিনে ফেডেরারের কোর্টের বিভিন্ন মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 
 

এই দুই তারকার দ্বৈরথ ঘিরে আলোড়ন তৈরি হত সোশ্যাল মিডিয়ায়। ৪০ বার একে অপরের মুখোমুখি হয়েছে নাদাল ও ফেডেরার। পরিসংখ্যানের বিচারে স্প্যানিশ তারকা নাদালে এগিয়ে রয়েছেন ২৪-১৬ ব্যবধানে।
  • 5/8

এই দুই তারকার দ্বৈরথ ঘিরে আলোড়ন তৈরি হত সোশ্যাল মিডিয়ায়। ৪০ বার একে অপরের মুখোমুখি হয়েছে নাদাল ও ফেডেরার। পরিসংখ্যানের বিচারে স্প্যানিশ তারকা নাদালে এগিয়ে রয়েছেন ২৪-১৬ ব্যবধানে।
 

কোর্টে ফেডেরার বলেন, "এটি একেবারে নিখুঁত একটা যাত্রা।" তিনি আবারও সুযোগ পেলে টেনিস প্লেয়ার হিসেবেই ফিরে আসতে চান বলেও জানিয়েছেন রজার।
  • 6/8

কোর্টে ফেডেরার বলেন, "এটি একেবারে নিখুঁত একটা যাত্রা।" তিনি আবারও সুযোগ পেলে টেনিস প্লেয়ার হিসেবেই ফিরে আসতে চান বলেও জানিয়েছেন রজার। 
 

স্ত্রী মিরকা, চার সন্তান এবং বাবা-মা সহ ফেডেরারের পরিবার পরে কোর্টে কিংবদন্তি খেলোয়াড়ের সঙ্গে যোগ দেন। ম্যাচ হারলেও এই বিদায় রূপকথার থেকে কম কিছু ছিল না। কারণ ফেডেরারের সতীর্থরা এবং প্রতিপক্ষরা তাঁর অবদান উদযাপন করতে তাঁকে কাঁধে তুলে নেন।
  • 7/8

স্ত্রী মিরকা, চার সন্তান এবং বাবা-মা সহ ফেডেরারের পরিবার পরে কোর্টে কিংবদন্তি খেলোয়াড়ের সঙ্গে যোগ দেন। ম্যাচ হারলেও এই বিদায় রূপকথার থেকে কম কিছু ছিল না। কারণ ফেডেরারের সতীর্থরা এবং প্রতিপক্ষরা তাঁর অবদান উদযাপন করতে তাঁকে কাঁধে তুলে নেন।
 

Advertisement
দীর্ঘ কেরিয়ারে মোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেডেরার। যার মধ্যে আটবার উইম্বলডন জিতেছেন তিনি।
  • 8/8

দীর্ঘ কেরিয়ারে মোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেডেরার। যার মধ্যে আটবার উইম্বলডন জিতেছেন তিনি। 

Advertisement