Advertisement
খেলা

Sara Tendulkar Gym Session: জিমে ছবি পোস্ট সচিন-কন্যার, কাকে 'থ্যাঙ্কস' জানালেন Sara Tendulkar?

  • 1/8

টিম ইন্ডিয়ার অনেক বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটাররাই রয়েছেন, যাঁরা শুধুমাত্র নিজেরাই শিরোনামে থাকেন এমন নয়। তাঁদের পরিবারও সমান তালে খবরের শিরোনামে উঠে আসেন। প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরকে নিয়ে মাঝেমধ্যেই হইচই পড়ে যায়। 
 

  • 2/8

আসলে কার সঙ্গে সম্পর্কে আছেন তিনি? অধীর আগ্রহ অনুরাগীদের। সারা তেন্ডুলকর মঙ্গলবার তাঁর ইনস্টাগ্রামে তাঁর জিম সেশনের একটি ছবি শেয়ার করেন। জিম থেকে তোলা ছবিটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ছবিতে দেখা যায় তাঁকে জুস খেতে। এরই সঙ্গে সারা ধন্যবাদ জানিয়েছেন তাঁর জীবনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে।
 

  • 3/8

সারা তাঁর ছবিতে কোচ গোপালকে ধন্যবাদ জানান। তাঁর দিনের শুরুটাই হয়েছে দুর্দান্ত। আর সেই খুশিতেই জিম সেশনের ছবি পোস্ট করেন সারা। জিম থেকে প্রায়শই ছবি, ভিডিও শেয়ার করেন তিনি।
 

Advertisement
  • 4/8

ইতিমধ্যে, তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় ১৭ লক্ষ। তাঁকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায় নেটমাধ্যমেই। তাঁর প্রতিটি কার্যকলাপ নজরে রাখেন অনুরাগীরা।
 

  • 5/8

সম্প্রতি, সারা তাঁর ভাই অর্জুন তেন্ডুলকরের জন্য একটি পোস্ট শেয়ার করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে যখন অর্জুন তেন্ডুলকরকে মুম্বই ইন্ডিয়ান্স ৩০ লক্ষ টাকায় কেনে সারা সেদিন প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
 

  • 6/8

সারা লন্ডনে পড়াশোনা করছিলেন, করোনার সময় তিনি মুম্বইতেই ছিলেন। মাত্র কয়েকদিন আগে তিনি লন্ডনে ফিরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আনন্দ প্রকাশ করেন।
 

  • 7/8

সারা তেন্ডুলকর কিছুদিন আগে একটি বিজ্ঞাপন চলচ্চিত্রে ডেবিউ করেছেন। তিনি একটি নামকরা পোশাকের ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করেছিলেন। সারার সঙ্গে আরও কয়েকজন এই বিজ্ঞাপনে হাজির ছিলেন।
 

Advertisement
  • 8/8

(ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)
 

Advertisement