scorecardresearch
 
Advertisement
খেলা

Legends League: থাকবেন শাহরুখ-অমিতাভ, হেলিকপ্টারে সৌরভ-মর্গ্যান! জমজমাট ইডেন

ফের ইডেনে খেলতে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১৬ সেপ্টেম্বর বিশ্ব একাদশের বিরুদ্ধে ফের ব্যাট হাতে নামবেন তিনি। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন বিসিসিআই (BCCI) সভাপতি। সেই ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সৌরভ।
  • 1/9

ফের ইডেনে খেলতে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১৬ সেপ্টেম্বর বিশ্ব একাদশের বিরুদ্ধে ফের ব্যাট হাতে নামবেন তিনি। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন বিসিসিআই (BCCI) সভাপতি। সেই ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সৌরভ।
 

ওই ম্যাচের দিন লেজেণ্ডস লিগের ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার হিসেবে বলিউডের শাহেনশাহ  অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) উপস্থিত থাকবেন।  তিনি সে ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন বলে খবর।
  • 2/9

ওই ম্যাচের দিন লেজেণ্ডস লিগের ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার হিসেবে বলিউডের শাহেনশাহ  অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) উপস্থিত থাকবেন।  তিনি সে ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন বলে খবর। 
 

উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন শাহরুখ খানও (Shah Rukh Khan)। তাঁরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।  আয়োজকরা ১৬ সেপ্টেম্বরের ম্যাচ ঘিরে বিশেষ আয়োজন করতে চান।
  • 3/9

উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন শাহরুখ খানও (Shah Rukh Khan)। তাঁরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।  আয়োজকরা ১৬ সেপ্টেম্বরের ম্যাচ ঘিরে বিশেষ আয়োজন করতে চান।
 

Advertisement
শাহরুখ খান যদি আসেন তবে তাঁর হাত থেকে সৌরভকে বিশেষ সম্মান জানান হতে পারে বলে সূত্রের খবর।
  • 4/9

শাহরুখ খান যদি আসেন তবে তাঁর হাত থেকে সৌরভকে বিশেষ সম্মান জানান হতে পারে বলে সূত্রের খবর।   
 

সেদিনের ম্যাচের দুই অধিনায়ক ইন্ডিয়া মহারাজাসের সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ওয়ার্ল্ডস জায়ান্টসের ইয়ন মর্গ্যানকে হেলিকপ্টারে করে মাঠে নিয়ে আসার পরিকল্পনা করছেন আয়োজকরা।  যদিও অনুমতি পেলে তবেই হেলিকপ্টারে নামতে দেখা যাবে দুই অধিনায়ককে।
  • 5/9

সেদিনের ম্যাচের দুই অধিনায়ক ইন্ডিয়া মহারাজাসের সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ওয়ার্ল্ডস জায়ান্টসের ইয়ন মর্গ্যানকে হেলিকপ্টারে করে মাঠে নিয়ে আসার পরিকল্পনা করছেন আয়োজকরা।  যদিও অনুমতি পেলে তবেই হেলিকপ্টারে নামতে দেখা যাবে দুই অধিনায়ককে।
 

 ইতিমধ্যে লেজেণ্ডস লিগের ম্যাচ ঘিরে উৎসাহ বাড়তে শুরু করেছে।  ক্রিকেট বিশ্বের কিংবদন্তীদের ফের মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছে কলকাতা।
  • 6/9

 ইতিমধ্যে লেজেণ্ডস লিগের ম্যাচ ঘিরে উৎসাহ বাড়তে শুরু করেছে।  ক্রিকেট বিশ্বের কিংবদন্তীদের ফের মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছে কলকাতা। 
 

সৌরভের কভার ড্রাইভ, বাপি বাড়ি যা দেখতে দর্শকদের পকেটের কড়ি যাতে বিরাটভাবে না খসে সেদিকে নজর রাখা হচ্ছে বলে খবর আয়োজকদের সূত্রে।
  • 7/9

সৌরভের কভার ড্রাইভ, বাপি বাড়ি যা দেখতে দর্শকদের পকেটের কড়ি যাতে বিরাটভাবে না খসে সেদিকে নজর রাখা হচ্ছে বলে খবর আয়োজকদের সূত্রে।
 

Advertisement
সেপ্টেম্বরের প্রথম দিকে শুরু হচ্ছে এই ম্যাচের টিকিট বিক্রি। ২০০-৫০০ টাকার মধ্যেই হবে টিকিটের দাম।
  • 8/9

সেপ্টেম্বরের প্রথম দিকে শুরু হচ্ছে এই ম্যাচের টিকিট বিক্রি। ২০০-৫০০ টাকার মধ্যেই হবে টিকিটের দাম।    
 

দ্বিতীয় মরশুমের লেজেন্ডস লিগে খেলতে দেখা যাবে গৌতম গম্ভীরকে। শুক্রবারই ভারতের প্রাক্তন বা হাতি ওপেনারের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
  • 9/9

দ্বিতীয় মরশুমের লেজেন্ডস লিগে খেলতে দেখা যাবে গৌতম গম্ভীরকে। শুক্রবারই ভারতের প্রাক্তন বা হাতি ওপেনারের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়।       

Advertisement