চলতি সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে টানা তিন ম্যাচ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলা ক্রিকেট দল। আজ হায়দরাবাদের বিরুদ্ধে তাদের খেলতে হবে।
বিবেক সিংয়ের বিধ্বংসী ব্যাটিং এবং ঈশান পোড়েলের মারাত্মক বোলিংয়ের দৌলতে বিগত দুটো ম্যাচেই সহজ জয় পেয়েছে বাংলা ক্রিকেট দল। ফলে আজকের ম্যাচ খেলতে নামার আগে দলের আত্মবিশ্বাস একেবারে সপ্তম স্বর্গে রয়েছে।
তবে পয়েন্ট তালিকায় রানরেটের বিচারে বাংলা ক্রিকেট দল এখনও দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে তামিলনাড়ু। আজ হায়দরাবাদকে হারিয়ে বাংলা শীর্ষস্থান দখল করতে চায়।
বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার সাফ জানিয়ে দিলেন, তাঁর দলের আপাতত একটাই লক্ষ্য। ভালো মার্জিন বজায় রেখে বাকি ম্যাচগুলোয় জয়লাভ করা।
তিনি বললেন, "রানরেটটা বেশি রাখা অত্যন্ত দরকার। আমরা এখন খুব ভালো সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি। এই ফর্মটাকেই আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দলের প্রত্যেক ক্রিকেটারই যথেষ্ট ভালো খেলছে।"
অন্যদিকে গত ম্যাচে জয়লাভ করেছে হায়দরাবাদও। আজকের ম্যাচেও দলের টপ অর্ডারকে জ্বলে উঠতে হবে। তিলক বর্মা, অধিনায়ক তন্ময় আগরওয়ালকে শুরুটা যথেষ্ট ভালো করতে হবে। অন্যদিকে দলের বোলিং ডিপার্টমেন্টে সি মিলিন্দ এবং রবি তেজা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন।
আজ সন্ধ্যে সাতটা থেকে এই ম্যাচ শুরু হবে। বাংলার অধিনায়ক অনুষ্টুপ মুখোপাধ্যায় গলায় শুনতে পাওয়া গেল আত্মবিশ্বাসের সুর।
এই ব্যাপারে অনুষ্টুপকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, "আমার মনে হয় না, এটা খুব একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। টুর্নামেন্ট শুরুর আগেও আমরা এই ধরনের আলোয় অনুশীলন করেছি। ফলে এটা আমাদের কাছে খুব একটা বড় ব্যাপার নয়। আমরা এই উইকেটের চরিত্র খুব ভালো করে জানি। সেটা আমাদের সুবিধেই হবে।"