scorecardresearch
 
Advertisement
খেলা

Team India: ইতির পথে, ঋদ্ধি সহ যে ক্রিকেটারদের আন্তর্জাতিক কেরিয়ার প্রায় শেষ

শ্রীলঙ্কার (India vs Sri Lanka) পর এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল (Team India)। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) মত অভিজ্ঞ ক্রিকেটাররা যেমন রান পাচ্ছেন ঠিক তেমনই উমরান মালিক (Umran Malik), মহম্মদ সিরাজের
  • 1/8

শ্রীলঙ্কার (India vs Sri Lanka) পর এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল (Team India)। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) মত অভিজ্ঞ ক্রিকেটাররা যেমন রান পাচ্ছেন ঠিক তেমনই উমরান মালিক (Umran Malik), মহম্মদ সিরাজের (Mohammed Siraj) পাশাপাশি শুভমন গিলের (Shubman Gill) মত তরুণ ক্রিকেটাররাও দারুণ খেলছেন।
 

ভারতীয় দলে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। তরুণ বা অভিজ্ঞ সমস্ত ক্রিকেটারকেই নিজেদের সেরা ফর্ম বজায় রাখতে হবে। কারণ আরও অনেক ক্রিকেটার সুযোগের অপেক্ষায় রয়েছেন।
  • 2/8

ভারতীয় দলে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। তরুণ বা অভিজ্ঞ সমস্ত ক্রিকেটারকেই নিজেদের সেরা ফর্ম বজায় রাখতে হবে। কারণ আরও অনেক ক্রিকেটার সুযোগের অপেক্ষায় রয়েছেন।
 

পাশাপাশি এমন অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন যারা আগে ভারতীয় দলে নিয়মিত খেললেও এখন আর সুযোগ পান না। জেনে নিই এমন পাঁচ ক্রিকেটারের কথা যাদের আন্তর্জাতিক প্রায় শেষ।
  • 3/8

পাশাপাশি এমন অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন যারা আগে ভারতীয় দলে নিয়মিত খেললেও এখন আর সুযোগ পান না। জেনে নিই এমন পাঁচ ক্রিকেটারের কথা যাদের আন্তর্জাতিক প্রায় শেষ। 
 

Advertisement
মণীশ পান্ডে (Manish Pandey) ২০১৫ সালে জিম্বাবোয়ের বিপক্ষে তাঁর একদিনের ক্রিকেটে এবং টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল। মণীশ পান্ডের বয়স এখন ৩৩ বছর। ভারতের হয়ে ২৯টি ওয়ানডেতে ৫৬৬ রান এবং ৩৯ টি-টোয়েন্টি ম্যাচে ৭০৯ রান করেছেন। মণীশ পান্ডে ২৩ জুলাই ২০২১-এ শ্রী
  • 4/8

মণীশ পান্ডে (Manish Pandey) ২০১৫ সালে জিম্বাবোয়ের বিপক্ষে তাঁর একদিনের ক্রিকেটে এবং টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল। মণীশ পান্ডের বয়স এখন ৩৩ বছর। ভারতের হয়ে ২৯টি ওয়ানডেতে ৫৬৬ রান এবং ৩৯ টি-টোয়েন্টি ম্যাচে ৭০৯ রান করেছেন। মণীশ পান্ডে ২৩ জুলাই ২০২১-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এরপর থেকে তিনি দলের বাইরে রয়েছেন। 
 

দুই বছর আগে পর্যন্ত, ইশান্ত শর্মা (Ishant Sharma) টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, কিন্তু এখন তাঁর আন্তর্জাতিক কেরিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছে। ইশান্ত শর্মা ভারতের হয়ে ১০৫টি টেস্ট, ৮০টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন
  • 5/8

দুই বছর আগে পর্যন্ত, ইশান্ত শর্মা (Ishant Sharma) টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, কিন্তু এখন তাঁর আন্তর্জাতিক কেরিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছে। ইশান্ত শর্মা ভারতের হয়ে ১০৫টি টেস্ট, ৮০টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৩১১ উইকেট, ওয়ানডেতে ১১৫টি এবং টি-টোয়েন্টিতে ৮টি উইকেট নিয়েছেন ভারতের এই পেস বোলার। তিনি ২০২১ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। ৩৪ বছর বয়সী ইশান্ত শর্মার ফিরে আসার সম্ভাবনা খুব একটা নেই কারণ ভারতীয় দল এখন তরুণ ফাস্ট বোলারদের সুযোগ দিচ্ছে।
 

অজিঙ্কা রাহানে ভারতের হয়ে ৮২টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে  টেস্ট সিরিজে হারিয়েছিল। কিন্তু তারপর থেকে অনেক কিছু বদলে গেছে। রাহানে এখন টিম ইন্ডিয়ায় সুযোগ পাচ্ছেন না। গত
  • 6/8

অজিঙ্কা রাহানে ভারতের হয়ে ৮২টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে  টেস্ট সিরিজে হারিয়েছিল। কিন্তু তারপর থেকে অনেক কিছু বদলে গেছে। রাহানে এখন টিম ইন্ডিয়ায় সুযোগ পাচ্ছেন না। গত বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন রাহানে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলছেন তিনি। চলতি মরশুমে পাঁচটি রঞ্জি ম্যাচে ৫৩২ রান করেছেন তিনি। গড় ৭৬। 
 

টেস্ট ক্রিকেট থেকে এমএস ধোনির অবসরের পর, ঋদ্ধিমান সাহা উইকেটরক্ষক হিসেবে অনেক সুযোগ পেয়েছিলেন। যদিও, ঋষভ পন্ত দলে আসার পরে ঋদ্ধিমান সাহার সেভাবে জায়গা হয়নি। ঋদ্ধিমান ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার টেস্ট খেলেছিলেন। তারপর থেকে তিনি বাইরে। ৪০টি টেস
  • 7/8

টেস্ট ক্রিকেট থেকে এমএস ধোনির অবসরের পর, ঋদ্ধিমান সাহা উইকেটরক্ষক হিসেবে অনেক সুযোগ পেয়েছিলেন। যদিও, ঋষভ পন্ত দলে আসার পরে ঋদ্ধিমান সাহার সেভাবে জায়গা হয়নি। ঋদ্ধিমান ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার টেস্ট খেলেছিলেন। তারপর থেকে তিনি বাইরে। ৪০টি টেস্ট এবং ৯টি একদিনের ম্যাচ খেলা ঋদ্ধিমান সাহার বয়স ৩৮ বছর। তাই ধরে নেওয়াই যায় তাঁর আন্তর্জাতিক কেরিয়ার প্রায় শেষ। 
 

Advertisement
বীরেন্দ্র শেহয়াগ ছাড়াও টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেছেন একমাত্র করুণ নায়ার। তবে সেই ট্রিপল সেঞ্চুরির পরেও দলে নিয়মিত জসায়গা হয়নি নায়ারের। ২০১৭ সালে ভারতের হয়ে শেষবার কোনো ম্যাচ খেলেছিলেন করুণ নায়ার। ৩১ বছর বয়সী করুণ নায়ার ভারতের হয়
  • 8/8

বীরেন্দ্র শেহয়াগ ছাড়াও টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেছেন একমাত্র করুণ নায়ার। তবে সেই ট্রিপল সেঞ্চুরির পরেও দলে নিয়মিত জসায়গা হয়নি নায়ারের। ২০১৭ সালে ভারতের হয়ে শেষবার কোনো ম্যাচ খেলেছিলেন করুণ নায়ার। ৩১ বছর বয়সী করুণ নায়ার ভারতের হয়ে ছয়টি টেস্ট এবং দু'টি ওয়ানডে খেলেছেন। 
 

Advertisement