scorecardresearch
 
Advertisement
খেলা

Virat Kohli 100th test: বিরাটের শততম টেস্ট খেলতে নামার আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য সৌরভের, কী বললেন?

মোহালিতে ৪ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট কোহলি তাঁর টেস্ট কেরিয়ারে একটি নতুন মাইলফলক অর্জন করবেন। বিরাট কোহলি ১২তম ভারতীয় যিনি ১০০ টেস্ট খেলতে চলেছেন।  
  • 1/10

মোহালিতে ৪ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট কোহলি তাঁর টেস্ট কেরিয়ারে একটি নতুন মাইলফলক অর্জন করবেন। বিরাট কোহলি ১২তম ভারতীয় যিনি ১০০ টেস্ট খেলতে চলেছেন।  

বিরাট কোহলির শততম টেস্টকে বিশেষ করে তুলতে, বোর্ড ৫০ শতাংশ দর্শকদের মোহালিতে ম্যাচ দেখার অনুমতি দিয়েছে। 
  • 2/10

বিরাট কোহলির শততম টেস্টকে বিশেষ করে তুলতে, বোর্ড ৫০ শতাংশ দর্শকদের মোহালিতে ম্যাচ দেখার অনুমতি দিয়েছে। 

টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) এই বিশেষ পরীক্ষা নিয়ে বড় কথা বলেছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সৌরভ বলেছেন, 'যে কোনো খেলোয়াড়ের জন্য এই পর্যায়ে পৌঁছানো বিশেষ, এখানে পৌঁছানোর জন্য আপনাকে একজ
  • 3/10

টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) এই বিশেষ পরীক্ষা নিয়ে বড় কথা বলেছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সৌরভ বলেছেন, 'যে কোনো খেলোয়াড়ের জন্য এই পর্যায়ে পৌঁছানো বিশেষ, এখানে পৌঁছানোর জন্য আপনাকে একজন দুর্দান্ত খেলোয়াড় হতে হবে, বিরাট একজন দুর্দান্ত ক্রিকেটার আর ও এটার যোগ্য।''

Advertisement
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হওয়া বিরাট কোহলি গত কয়েক বছর ধরে ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে রয়েছেন। 
  • 4/10

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হওয়া বিরাট কোহলি গত কয়েক বছর ধরে ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে রয়েছেন। 

১১ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে বিরাট এখনও পর্যন্ত ২৭টি সেঞ্চুরি করেছেন।  
  • 5/10

১১ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে বিরাট এখনও পর্যন্ত ২৭টি সেঞ্চুরি করেছেন।  

বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলি সম্পর্কে বলেছেন, 'আমি কখনও ওর সঙ্গে খেলিনি, তবে আমি সবসময় ওর খেলা দেখেছি। আমি এখনও পর্যন্ত ওকে সামনের দিকে এগিয়ে যেতে দেখেছি।'  
  • 6/10

বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলি সম্পর্কে বলেছেন, 'আমি কখনও ওর সঙ্গে খেলিনি, তবে আমি সবসময় ওর খেলা দেখেছি। আমি এখনও পর্যন্ত ওকে সামনের দিকে এগিয়ে যেতে দেখেছি।'  

২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের পর বিরাট কোহলি তাঁর কৌশলে সামান্য পরিবর্তন করেছিলেন, সেই সেই সিরিজে ৫ টেস্ট ম্যাচে বিরাট কোহলি মাত্র ১৩৪ রান করেন। পরে, ২০১৮ সালের সফরে ঘুরে দাঁড়ান তিনি। দুটি শতরান আসে তাঁর ব্যাট থেকে।
  • 7/10

২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের পর বিরাট কোহলি তাঁর কৌশলে সামান্য পরিবর্তন করেছিলেন, সেই সেই সিরিজে ৫ টেস্ট ম্যাচে বিরাট কোহলি মাত্র ১৩৪ রান করেন। পরে, ২০১৮ সালের সফরে ঘুরে দাঁড়ান তিনি। দুটি শতরান আসে তাঁর ব্যাট থেকে।

Advertisement
এ প্রসঙ্গে সৌরভ বলেছেন, '২০১৪ সালে ইংল্যান্ডে ব্যর্থতার পর বিরাট যেভাবে ওর খেলায় পরিবর্তন এনেছে তা প্রশংসার যোগ্য। এরপর টানা ৫ বছর ভাল পারফর্ম করে গিয়েছে ও। মহান ক্রিকেটাররা একটা সময় শিখরে পৌঁছে যান। রাহুল দ্রবিড়ের ক্ষেত্রে বা সচিনের ক্ষেত্রেও একই ঘটনা ঘ
  • 8/10

এ প্রসঙ্গে সৌরভ বলেছেন, '২০১৪ সালে ইংল্যান্ডে ব্যর্থতার পর বিরাট যেভাবে ওর খেলায় পরিবর্তন এনেছে তা প্রশংসার যোগ্য। এরপর টানা ৫ বছর ভাল পারফর্ম করে গিয়েছে ও। মহান ক্রিকেটাররা একটা সময় শিখরে পৌঁছে যান। রাহুল দ্রবিড়ের ক্ষেত্রে বা সচিনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।''

টেস্ট ক্রিকেটে প্রথমবার শুধু ব্যাটার হিসেবে মাঠে নামবেন বিরাট কোহলি। এ প্রসঙ্গে সৌরভ বলেছেন যে তাকে অবশ্যই কিছু পরিবর্তন করতে হবে তবে তা কঠিন নয়।  
  • 9/10

টেস্ট ক্রিকেটে প্রথমবার শুধু ব্যাটার হিসেবে মাঠে নামবেন বিরাট কোহলি। এ প্রসঙ্গে সৌরভ বলেছেন যে তাকে অবশ্যই কিছু পরিবর্তন করতে হবে তবে তা কঠিন নয়।  

বিরাট দ্রুত সেঞ্চুরি পাবেন বলে আশাবাদী সৌরভ। তিনি বলেছেন, 'ও সেঞ্চুরি করতে জানে এবং শীঘ্রই সেঞ্চুরি করবে।' 
  • 10/10

বিরাট দ্রুত সেঞ্চুরি পাবেন বলে আশাবাদী সৌরভ। তিনি বলেছেন, 'ও সেঞ্চুরি করতে জানে এবং শীঘ্রই সেঞ্চুরি করবে।' 

Advertisement