অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ়ে চোটে কাবু ভারতীয় ক্রিকেট দল। ইতিপূর্বে চোটের কারণে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার সিরিজ় থেকে ছিটকে গেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল রবীন্দ্র জাদেজার নাম। বুড়ো আঙুলের হাড় ভেঙে তিনি এই সিরিজ় থেকে ছিটকে গেছেন।
ভারতের প্রথম ইনিংসে ব্যাট করার সময় রবীন্দ্র জাদেজার বাঁ হাতের বুড়ো আঙুলে মিশেল স্টার্কের একটা বাউন্সার এসে লাগে। সঙ্গে সঙ্গে তিনি দলের ফিজ়িওকে মাঠে ডেকে পাঠান। এরপর তিনি ব্যাটিং চালিয়ে গেলেও আর ফিল্ডিং করতে পারেননি।
রবীন্দ্র জাদেজা এই সিরিজ় থেকে ছিটকে যাওয়ার পর ভাগ্যের শিকে ছিঁড়তে পারে ওয়াশিংটন সুন্দরের। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর অফ স্পিন বোলিং করার পাশাপাশি যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারেন। সম্প্রতি টি-২০ সিরিজ়েও তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন।
অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ়ে ভারতীয় ক্রিকেট দলের নেট বোলার হিসেবে নিয়ে আসা হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। ইতিমধ্যে চোট পেয়েছেন জাদেজা। সেকারণে চতুর্থ টেস্ট ম্যাচে তাঁর জায়গায় ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হতে পারে।
জাদেজার জায়গায় অন্য কোনও ক্রিকেটারকে এখন আর পাঠাতে পারবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ অস্ট্রেলিয়া কড়া কোভিড বিধি অনুসারে ওই দেশে কেউ পা রাখলেই তাঁকে প্রথমে ১৪ দিন কোয়ারান্টাইন পর্ব কাটাতে হবে।
এই অবস্থায় যাকেই ভারত থেকে পাঠানো হোক না কেন, তাঁর পক্ষে চতুর্থ টেস্ট ম্যাচ খেলা যথেষ্ট মুশকিল হবে। সেইদিক থেকে বিচার করতে গেলে, অস্ট্রেলিয়ায় আগে থেকেই দলের সঙ্গে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। তিনি এই ম্যাচের হাত ধরে টেস্ট ক্রিকেটে অভিষেক করতে পারেন।