scorecardresearch
 
Advertisement
খেলা

কীভাবে নাইট ব্রিগেডকে হেলায় হারালেন রোহিতরা, দেখুন ছবিতে

নীতিশ রানাকে পরাস্ত করার পর মুম্বইয়ের বোলাদের উচ্ছ্বাস
  • 1/10

৫.৩ ওভারে কুল্টার নাইলের বলে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন নীতিশ রানা (৫)।

বুম বুম বুমরাহ
  • 2/10

আন্দ্রে রাসেলকে ১২ রানে আউট করার পর জসপ্রীত বুমরাহ।

ট্রেন্ট বোল্ট
  • 3/10

রাহুল ত্রিপাঠী আউট হওয়ার পর ট্রেন্ট বোল্ট দলের সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন

Advertisement
প্যাট কামিন্স
  • 4/10

আজ কিছুটা হলেও কলকাতা নাইট রাইডার্স দলের সম্মান বাঁচান প্যাট কামিন্স।

কামিন্সের ঝোড়ো ইনিংস
  • 5/10

আজ এই কামিন্সের ঝোড়ো ইনিংসের দৌলতেই কলকাতা ১৪৮ রানের গন্ডি স্পর্শ করতে পেরেছে।

হাফসেঞ্চুরি উদযাপন
  • 6/10

আজ ৩৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন প্যাট কামিন্স।

ভালো গেল না অধিনায়কত্বের প্রথম দিন
  • 7/10

আজ স্বেচ্ছায় ইয়ন মরগ্যানের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন দীনেশ কার্তিক। কিন্তু, প্রথম দিনটা একেবারেই ভালো কাটল না। আজই মরগ্যান অ্যান্ড কোম্পানিকে ৮ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement
শেষের বেলায় দ্রুত পার্টনারশিপ
  • 8/10

আজ ইয়ন মরগ্যান এবং প্যাট কামিন্স ৪০ বলে ৫০ রানের দ্রুত একটি পার্টনারশিপ গড়ে তোলেন।

রোহিত শর্মা
  • 9/10

আজ শুরু থেকেই রোহিত কান্ডারির ভূমিকা পালন করছিলেন। একদিকে যখন কুইন্টন চালিয়ে খেলছিলেন, অন্যদিকে তখন রোহিত ধরে রাখছিলেন। আজ তিনি ৩৬ বলে ৩৫ রান করে আউট হন।

কুইন্টন ডি'কক
  • 10/10

আজকের রাতের উজ্জ্বলতম নক্ষত্র কুইন্টন। ৭৮ রানের ধামাকাদার ইনিংস খেলে কলকাতার বিরুদ্ধে জয়ের রাস্তা প্রশস্থ করেন। সেকারণে তাঁকেই ম্যাচের সেরা নির্বাচন করা হয়েছে।

Advertisement