
বিখ্যাত ফুটবলার দিয়েগো মারাডোনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ৩৭ বছর বয়সী এক মহিলা। গত বছর ৬০ বছর বয়সে মারা যান মারাডোনা।

মহিলার দাবি, ২০ বছর আগে, যখন তিনি নাবালিকা ছিলেন, মারাডোনা তাঁকে ধর্ষণ করেছিলেন।

মহিলার নাম মাভিস আলভারেজ এবং তিনি কিউবার বাসিন্দা। তবে এখন তিনি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে থাকেন।

সোমবার গণমাধ্যমের সামনে আর্জেন্টিনার দিয়েগো মারাডোনার বিরুদ্ধে ধর্ষণ, সহিংসতা, গালিগালাজ এবং ইচ্ছার বিরুদ্ধে গ্রেফতারের মতো অনেক গুরুতর অভিযোগ করেছেন তিনি।

আলভারেজ বলেছেন যে তিনি ১৬ বছর বয়সে মারাডোনার সঙ্গে দেখা করেন। মারাডোনার বয়স তখন ৪০ বছর। তখন কিউবায় থাকতেন তিনি।

সেখানে মাদকাসক্ত অবস্থায় তাঁর চিকিৎসা চলছে। ওই মহিলার অভিযোগ, সেই সময় মারাডোনা তাঁকে ধর্ষণ করেন। মহিলাটি বলেছিলেন যে তিনি 'আমার শৈশব চুরি করেছেন'।

আলভারেজ বলেন, মারাডোনার সঙ্গে তাঁর সম্পর্ক চার থেকে পাঁচ বছরের মতো স্থায়ী হয়েছিল, কিন্তু এই সময়ে মারাডোনা তাঁকে অনেক গালিগালাজ করেছিলেন।

আলভারেজ বলেন - "আমি তাঁকে ভালবাসতাম, কিন্তু আমি তাঁকে ঘৃণাও করতাম, আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম।"

আলভারেজ মারাডোনার বিরুদ্ধে নিজেকে বন্দী করা, মাদক দেওয়া সহ আরও অনেক অভিযোগ করেছেন।

মাভিস আলভারেজ বলেছেন যে ২৫ নভেম্বর ম্যারাডোনার প্রথম মৃত্যুবার্ষিকী। তার আগেই এই অভিযোগগুলি প্রকাশ্যে আনা উচিত।