আইপিএল (IPL 2023) শেষ হওয়ার পরেই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনাল ম্যাচ। সেই জন্য ইতিমধ্যেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন অক্ষর প্যাটেল (Axar Patel), শার্দূল ঠাকুর (Shardul Thakur), কোচ রাহুল দ্রাবিড়-সহ কোচিং স্টাফরা।
গতবারে ট্রফি জয়ের কাছাকাছি এসেও তা হাতছাড়া হয় ভারতীয় দলের (Team India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারতীয় দল।
এবার ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া। ৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।
আইপিএলের কারণে তিন ভাগে ভারতীয় দলকে লন্ডনে পাঠানো সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। মঙ্গলবার লন্ডন রওনা দিল ভারতীয় দলের প্রথম ব্যাচ।
প্লে অফে না থাকলেও ২৩ মে লন্ডন গেলেন না বিরাট কোহলি (Virat Kohli), রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) মতো সিনিয়র ক্রিকেটাররা। বিরাটের (Virat Kohli) মতোই প্রথম ব্যাচে লন্ডন গেলেন না মহম্মদ সিরাজ (Mohammeed Siraj)।
আইপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ। প্লে-অফের চারটি দল হল গুজরাত টাইটান্স (Gujarat Titans), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
আইপিএল ফাইনাল ২৮ মে। এরপরই লাল-বলের ক্রিকেটের মহারণ। লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia)।