scorecardresearch
 

Subrata Bhattacharya: অ্যাকাউন্ট থেকে উধাও ১৫ লক্ষ টাকা, বড়সড় প্রতারণার শিকার সুব্রত

প্রতারণার শিকার প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। খোয়া গেল ১৫ লক্ষ টাকা। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হঠাৎ উধাও হয়ে গেল টাকা। সেই টাকা এখনও উদ্ধার করা যায়নি। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ফুটবলার।

Advertisement
সুব্রত ভট্টাচার্য সুব্রত ভট্টাচার্য

প্রতারণার শিকার প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। খোয়া গেল ১৫ লক্ষ টাকা। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হঠাৎ উধাও হয়ে গেল টাকা। সেই টাকা এখনও উদ্ধার করা যায়নি। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ফুটবলার।


ব্যাঙ্কের থেকে টাকা কীভাবে উধাও হল, তা এখনও পরিষ্কার নয় সুব্রত ভট্টাচার্যের কাছে। তিনি জানিয়েছেন, ‘পার্ক স্ট্রিটের একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা রেখেছিলাম। পাঁচ-ছ’দিন আগে মোবাইলে টাকা তোলার মেসেজ দেখতে পেয়েছিলাম। ব্যাঙ্কে গিয়ে মিলিয়ে দেখি, অ্যাকাউন্ট থেকে ১৫ লক্ষেরও বেশি টাকা তুলে মেওয়া হয়েছে। প্রথমে পার্ক স্ট্রিট থানা, পরে গল্‌ফ গ্রিন থানায় এফআইআর দায়ের করি।‘ কিন্তু এখনও সেই লোপাট হওয়া টাকার হদিস মেলেনি।


সুব্রত মনে করেন, তিনি অনলাইন জালিয়াতির স্বীকার হয়েছেন। আপাতত অপেক্ষা করছেন হারানো টাকা ফেরত আসার। কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও বুঝতে পারছেন না প্রাক্তন ফুটবলার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

আত্মজীবনি লিখলেন সুব্রত ভট্টাচার্য। সেই বই প্রকাশিত হবে ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন। মোহনবাগান লনেই হতে পারে এই অনুষ্ঠান। বইয়ের নাম ‘ষোল আনা বাবলু’। ঐতিহাসিক মোহনবাগান দিবসে (Mohun Bagan Day) মোহনবাগানের ঘরের ছেলেই বই প্রকাশ। এর চেয়ে স্পেশাল কী হতে পারে?


সুব্রত ভট্টাচার্য ওরফে বাবলু ময়দানে একটা বিরাট বড় চরিত্র। তিনি ১৬ বছর ধরে সবুজ-মেরুন জার্সি পরে খেলেছেন। অন্য দলের থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেলেও তিনি বাগান ছেড়ে যাননি। পরবর্তীকালে কোচ হিসেবে দলবদল করলেও সবুজ মেরুনের ইতিহাসে সুব্রত একটা বড় অংশ জুড়ে রয়েছেন তিনি। শুধু তাই নয়, সাফল্যও প্রচুর। শুধু ফুটবলার হিসেবে নয়, কোচ হিসেবেও দিয়েছেন অনেককিছু। কী কী থাকবে তাঁর বইতে? প্রশ্নের উত্তরে সুব্রত বলেন, ‘খেলোয়াড় জীবনে কত ঘটনা, কোচ হিসেবে কত স্মৃতি সবটাই থাকবে। পাশাপাশি থাকবে বঞ্চনার কথাও।‘ 

Advertisement

Advertisement