scorecardresearch
 

Abdul Razzaq on Aishwarya Rai : ঐশ্বর্যকে বিয়ে মন্তব্যে বিপাকে রাজ্জাক, বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন আফ্রিদিও!

এমনিতেই পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। তার উপর প্রাক্তন ক্রিকেটারদের এমন এমন মন্তব্য সামনে আসছে যার জেরে লজ্জায় মাথা হেঁট পাকিস্তানের। কয়েকদিন আগেই পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার মন্তব্য করেছিলেন, ভারতে আলাদা বল দেওয়া হচ্ছে। তাই ভারতীয় পেসাররা বল বেশি সুইং করাতে পারছেন।

Advertisement
abdul razzaq on Aishwarya Rai abdul razzaq on Aishwarya Rai
হাইলাইটস
  • পাকিস্তান ক্রিকেটারকে নিয়ে তোলপাড়
  • ঐশ্বর্য রাইকে নিয়ে মন্তব্যের জের
  • এবার কী করবেন রাজ্জাক ?

এ যেন গোদের উপর বিষফোঁড়া। এমনিতেই পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। তার উপর প্রাক্তন ক্রিকেটারদের এমন এমন মন্তব্য সামনে আসছে যার জেরে লজ্জায় মাথা হেঁট পাকিস্তানের। কয়েকদিন আগেই পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার মন্তব্য করেছিলেন, ভারতে আলাদা বল দেওয়া হচ্ছে। তাই ভারতীয় পেসাররা বল বেশি সুইং করাতে পারছেন। এতে বিতর্ক চরমে ওঠে। তার রেশ কাটতে না কাটতেই বলিউড নায়িকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য প্রাক্তন পাক ক্রিকেটার আব্দুল রাজ্জাকের। 

আসলে আব্দুল রাজ্জাক PCB-কে বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তুলনা করে এমন মন্তব্য করেছেন যা নিয়ে ছি ছি পড়ে গিয়েছে। রাজ্জাক বলেন, 'যদি আমি ভাবি যে ঐশ্বর্যর সঙ্গে আমার বিয়ে হবে, তার পর সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কি কখনও সম্ভব! আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভাল ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’ 

রাজ্জাক যখন এই কথা বলেন তখন তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় শাহিদ আফ্রিদি ও অন্য কয়েকজন। রাজ্জাকের মুখে একথা শুনে সবাই হাসতে শুরু করে। 

আরও পড়ুন

এদিকে সেই ভিডিও ভাইরাল হতেই কংগ্রেস নেতা ও আইনজীবী অভিষেক মনু সিংভি রাজ্জাকের বক্তব্যের কড়া সমালোচনা করেন। সিংভি সরাসরি পাকিস্তানের ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকী পাক সংবাদমাধ্যমের একাংশও আক্রমণ করেন রাজ্জাককে। 

আব্দুল রাজ্জাকের বক্তব্য

রাজ্জাক বলেছিলেন, 'আমি এখানে পিসিবির উদ্দেশ্যের কথা বলছি। আমি যখন খেলতাম, জানতাম যে আমার অধিনায়ক ইউনিস খানের উদ্দেশ্য মহৎ। আমি তাঁর কাছ থেকে আত্মবিশ্বাস এবং সাহস পেয়েছি। সেজন্য তাঁকে ধন্যবাদ। আমি পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো পারফর্ম করতে পেরেছি। আপনি যদি মনে করেন, আমি ঐশ্বর্য রাইকে বিয়ে করব এবং তারপর একটি গুণী সন্তান হবে তা তো সম্ভব নয়। সেজন্য আপনাকে প্রথমে উদ্দেশ্য ঠিক করতে হবে।' 

Advertisement

এর সমালোচনা করে সিংভি তাঁর পোস্টে লেখেন, 'ভারতীয় অভিনেত্রীকে নিয়ে রাজ্জাকের অশালীন মন্তব্য এবং এ নিয়ে তাঁর সহকর্মীদের হাসি প্রমাণ করে দেয় যে, পাকিস্তানের আদর্শ বলে কিছু নেই। নোংরা মানসিকতা।' 

এদিকে পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির বক্তব্যও সামনে এসেছে। সেই অনুষ্ঠানে আফ্রিদি ছিলেন। তবে রাজ্জাকের বক্তব্য শুনে সেই সময় আফ্রিদি হেসেছিলেন। পরে আফ্রিদি সামা টিভিতে বলেন,'গতকাল অনুষ্ঠান চলছিল এবং আমরা মঞ্চে বসে ছিলাম। সেখানে কিছু বলেছিলেন রাজ্জাক। রাজ্জাক কী বলল বুঝতে পারলাম না। যাইহোক আমি হাসছিলাম।' 

আফ্রিদি আরও বলেন, 'ওখানে সবাই হাসছিল। আমি বাড়িতে এসে দেখি, রাজ্জাকের সেই ভিডিও ক্লিপ কেউ আমাকে পাঠিয়েছে। রাজ্জাক যা বলেছিলেন তা মনযোগ দিয়ে শুনছিলাম। মঞ্চে হাসতে শুরু করেছিলাম। কিন্তু পরে আমার মনে হয়, রাজ্জাককে মেসেজ করব। সবাই যেন সরি বলে এটা বলার জন্য। এমন রসিকতা করা উচিত হয়নি।'

পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতারও রাজ্জাকের নিন্দা করেছেন। তিনি বলেন, 'আমি রাজ্জাকের মন্তব্যের নিন্দা করছি। কোনও মহিলাকে এভাবে অপমান করা উচিত নয়। তাঁর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদেরও প্রতিবাদ করা উচিত ছিল।' 

 

Advertisement