scorecardresearch
 

AFC Cup 2023 Mohun Bagan: ফের ধাক্কা মোহনবাগানের, AFC কাপে ওড়িশা এফসি ম্যাচে নেই তারকা ফুটবলার

এএফসি কাপের (AFC Cup 2023) গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ভুবনেশ্বরের মাঠে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি (Odisha FC)। তবে সেই ম্যাচের আগে বড় ধাক্কা খেল সবুজ-মেরুন। চোটের জন্য ছিটকে গেলেন খোদ ক্যাপ্টেন শুভাশিস বসু।

Advertisement
মোহনবাগান দল মোহনবাগান দল

এএফসি কাপের (AFC Cup 2023) গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ভুবনেশ্বরের মাঠে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি (Odisha FC)। তবে সেই ম্যাচের আগে বড় ধাক্কা খেল সবুজ-মেরুন। চোটের জন্য ছিটকে গেলেন খোদ ক্যাপ্টেন শুভাশিস বসু।


আগেই ভারতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়ায় এই মরশুম থেকেই ছিটকে গিয়েছেন আরও এক তারকা ফুটবলার আশিক ক্রুনিয়ান। এরপর ফের ধাক্কা খেতে হল মোহনবাগানকে। বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় ওড়িশার বিরুদ্ধে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে খেলতে পারবেন না শুভাশিস। শনিবার অনুশীলনে চোট পেয়েছিলেন সবুজ-মেরুন ক্যাপ্টেন। এই অল্প সময়ের মধ্যে তাঁর পক্ষে সুস্থ হওয়া সম্ভব নয়। তাই তাঁকে ছাড়াই ভুবনেশ্বরে যেতে পারে মোহনবাগান। কোচ জুয়ান ফেরান্দোর চিন্তা বাড়াল। ডুরান্ড কাপ জিতলেও, ডিফেন্স নিয়ে চিন্তা ছিলই। এবার সেই সমস্যা আরও বাড়ল।

ওড়িশা ম্যাচে নেই শুভাশিস
ওড়িশা ম্যাচে নেই শুভাশিস

আশিকের চোট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। মোহনবাগান কর্তাদের অভিযোগ, আশিকের চোটকে গুরুত্ব দিয়ে দেখাইনি ফেডারেশন। সূত্রের খবর, চোট পাওয়ার পরেও পাঁচদিন ধরে চিকিৎসা হয়নি ভারতীয় দলের এই ডিফেন্ডারের। জাতীয় দলের ফিজিও-র ওপর দারুণ ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়েন্ট। শুধু তাই নয়, এমআরআই করার ক্ষেত্রেও বেশি সময় নেওয়া হয়েছে। তাদের দাবি এমআরআই আগে করানো হলে, ফিজিওথেরাপি শুরু করে দেওয়া যেত। ফলে তাঁরা এশিয়ান গেমসে ফুটবলার ছাড়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে বলেই জানিয়েছেন মোহনবাগান সুপার জায়েন্ট কর্তারা। শুধু তাই নয়, আশিকের চোট সারতে সময় লাগলে ফেডারেশনের কাছে ক্ষতিপূরণও দাবি করতে পারে মোহনবাগান। 

১৯ সেপ্টেম্বর এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে মোহনবাগান। কলিঙ্গ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি।  ২৩ সেপ্টেম্বর আইএসএল-এর প্রথম ম্যাচে পঞ্জাব এফসি-র মুখোমুখি হবে মোহনবাগান। এর আগে কোনও ফুটবলার চোট পেয়ে গেলে সমস্যা বাড়বে জুয়ান ফেরান্দোর।  অনুশীলনেও ফুটবলাররা চোট পাওয়ায়, সমস্যা বেড়ে গিয়েছে বহুগুণ। 
 

আরও পড়ুন

Advertisement